বিজেপিতে যোগ দিচ্ছেন তসলিমা নাসরিন?

- আপডেট সময় : ০৩:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

পশ্চীম বাংলার রাজনীতিতে গুঞ্জন বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিতে পারেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সূত্রের খবর বিজেপির হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করতে পারেন তসলিমা নাসরিন।
আগামী বিধানসভা নির্বাচন বিজেপির কাছে পাখির চোখ। আর সেই কারণেই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তাতেই বিজেপির তুরুপের তাস হতে চলেছে তসলিমা নাসরিন।
বিজেপির একটা সূত্র বলছে, তসলিমা নাসরিন সরাসরি বিজেপিতে যোগ দেবেন না। তিনি বিজেপির প্রচারে অংশ নেবেন। বঙ্গ বিধানসভা ভোটে বিজেপির টার্গেট সংখ্যালঘু ভোটার। আর সেখানেই তসলিমাকে হাতিয়ার করতে চায় বিজেপি।
বিজেপির একটি সূত্র বলছে বাংলায় মুসলিমদের ভোটব্যাঙ্কে একচ্ছত্র অধিকার রয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে ভাগ বসাতেই তসলিমাকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। বাংলাদেশি লেখিকা বিজেপির হয়ে মুসলিমদের কাছে যেতে পারেন ভোট চাইতে।
বিজেপি সূত্রের খবর সংখ্যালঘু এলাকায় তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি। আর সেখানেই তসলিমাকে দিয়ে প্রচার কাজ সারতে চাইছে গেরুয়া শিবির।
বাংলাদেশে পালাবাদল মেনে নেয়নি তসলিমা নাসরিন। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টই তার জ্বলন্ত উদাহরণ। পাশাপাশি তিনি মহম্মদ ইউনুসের ঘোর বিরোধী।
বাংলাদেশ বিরোধিতাকেও ভোটের জন্য কাজে লাগাতে চায় বিজেপি। আর সেই কারণে তসলিমাকে নিয়ে আসতে পরে প্রচার।
সম্প্রতি বিজেপি নেতা শমীক ভট্টাচার্য তসলিমা নাসরিকদের দেশে ভারতে ফেরানের আওয়াজ তুলেছে। তিনি সংসদেও তুলেছিলেন। তাতেই তসলিমা নাসরিন বিজেপি নেতাকে ধন্যবাদ জনিয়েছেন।
ওয়াকিবহাল মহলের ধারনা বিজেপির সঙ্গে তসলিমার সম্পর্ক ধীরে ধীরে গাড় হচ্ছে।
বাংলাদেশ থেকে বহিষ্কার হবার পর কলকাতায় আশ্রয় নেন তিনি। পরিস্থিতির চাপে তাঁকে কলকাতা থেকেও ‘বিতাড়িত’ করা হয় ।
শমীকের অভিযোগ, ‘তসলিমাকে কলকাতা থেকে তাঁকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা, তিনি এখন তৃণমূলে’।