অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় আইডিইএ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিসটেন্ট (আইডিইএ)। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ (রোববার, ২৭ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন ভবনে আইডিইএর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
লিনা রিখিলা তমাং জানান, সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার অবগত করেছেন।
এসময় মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আয়োজন করা বর্তমান কমিশনের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং।