ইরানের বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জন। আহত বেড়ে অন্তত ৮০০। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কন্টেইনারের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানায় তেহরান। সবশেষ খবর পাওয়া পর্যন্ত, দুর্ঘটনার এক দিন পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।
বিবিসি বলছে, শনিবারের ঐ বিস্ফোরণের প্রভাব আশপাশের অন্তত ৫০ কিলোমিটার এলাকাজুড়ে পড়েছে। এক পর্যায়ে আশপাশের বহুতল আবাসিক ভবনে পার্কিং করা গাড়িতেও আগুন ধরে যায়। বাড়তে থাকে হতাহতের সংখ্যা। আহতদের নেয়া হয় স্থানীয় হাসপাতালে।
গ্যাস লিকেজের ঘটনা থেকে আগুনের সূত্রপাত বলে জানায় তেহরান। তবে ঠিক কী কারণে গ্যাস লিকেজ ঘটেছে, তা জানায়নি সংকট ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা। কন্টেইনারে লিকেজের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছেন না তারা। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
২০২০ সালের মে মাসে ইরানের এই বন্দরটিতেই বড় ধরনের সাইবার অ্যাটাক করেছিল ইসরাইল। এতে বেশ কয়েকদিন বন্ধ থাকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম।