ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী দাবি করেছে, তারা ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে শনিবার ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, মিসাইলটি সফলভাবে লক্ষ্যে পৌঁছেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে থামাতে ব্যর্থ হয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকাতে সক্ষম হয়েছে। সেটা ইসরায়েলি আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের একাধিক এলাকায় সাইরেন বেজে ওঠে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হুথি গোষ্ঠী রেড সি, আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরের ওপর দিয়ে যাতায়াতকারী বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা শুরু করে।

২০২৪ সালের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুথিরা হামলা বন্ধ রাখে। কিন্তু গত মাসে ইসরায়েল ফের গাজায় বিমান হামলা শুরু করলে হুথি গোষ্ঠী আবারও হামলা শুরু করে। -আনাদোলু

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০২:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী দাবি করেছে, তারা ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে শনিবার ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, মিসাইলটি সফলভাবে লক্ষ্যে পৌঁছেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে থামাতে ব্যর্থ হয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকাতে সক্ষম হয়েছে। সেটা ইসরায়েলি আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের একাধিক এলাকায় সাইরেন বেজে ওঠে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হুথি গোষ্ঠী রেড সি, আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরের ওপর দিয়ে যাতায়াতকারী বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা শুরু করে।

২০২৪ সালের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুথিরা হামলা বন্ধ রাখে। কিন্তু গত মাসে ইসরায়েল ফের গাজায় বিমান হামলা শুরু করলে হুথি গোষ্ঠী আবারও হামলা শুরু করে। -আনাদোলু