দ্রুত নির্বাচন হলে দেশ ও গণতন্ত্র রক্ষিত থাকবে: আব্দুস সালাম

- আপডেট সময় : ০৪:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হলে দেশ ও গণতন্ত্র রক্ষিত থাকবে, তাই নির্বাচনের বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
আজ (রোববার, ২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ আয়োজিত হয়।
আব্দুস সালাম দাবি করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
বিএনপির এই শীর্ষ নেতা জানান, মনে রাখবে হবে, কোন কারণে যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। তাই নির্বাচন দরকার। সব সমস্যার সমাধান হবে, যদি সঠিক সময়ে নির্বাচনের আয়োজন করা যায়।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।