পিএসএল খেলতে পাকিস্তানে নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০২:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

প্রথম কোন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশি গতি তারকা নাহিদ রানা। শনিবার (২৬ এপ্রিল) পিএসএল খেলতে ঢাকা ছাড়েন রানা। রাতে টিম হোটেলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছে পেশোয়ার জালমি।
আজ (রোববার, ২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টায় জালমির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে।
মাত্রই লাল বলে খেলে যাওয়া রানাকে অনুশীলন ছাড়া মাঠে নামাবে কি না, সেটিই বড় প্রশ্ন। একাদশে জায়গা পেতে রানাকে লড়তে হবে আলজারি জোসেফ ও লুক উডের সঙ্গে।
পিএসএল ড্রাফটের গোল্ডেন ক্যাটাগরি থেকে পেশোয়ার দলে ভেড়ায় রানাকে। যদিও তিনি দলে যোগ দেবার আগেই পাঁচ ম্যাচে তিন পরাজয়ে টেবিলের চারে আছে জালমি।