যুদ্ধবিরতি কার্যকরে পুতিনের সদিচ্ছা নেই: ট্রাম্প

- আপডেট সময় : ০৪:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোন সদিচ্ছা নেই বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাই রাশিয়ার ওপর ফের নিষেধাজ্ঞা দেয়ার হুঁশিয়ার দিলেন তিনি। ইতালির রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান শেষে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাইডলাইন বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা বলেন ট্রাম্প। এদিকে আট মাস লড়াইয়ের পর ইউক্রেনের কাছ থেকে কুরস্ক অঞ্চল পুনর্দখলের দাবি রাশিয়ার। অবশ্য মস্কোর এ দাবি প্রত্যাখান করেছি কিয়েভ।
ইতালির রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান শেষে মধ্যমণি হয়ে উঠেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি, ইউরোপীয়ান ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট উরজুলা ভন দেইর লায়েনসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান একান্ত সাক্ষাৎ করেন জেলেনস্কির সঙ্গে।
যুদ্ধবিরতি কার্যকর ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে। যদিও তাদের এ আলোচনা ছিল স্বল্প সময়ের জন্য।
জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এবার ভোল পাল্টে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
যিনি এতদিন যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পেছনে জেলেনস্কিকে দুষতেন, তিনিই এবার একই অভিযোগ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে।
রোম থেকে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকরে সদিচ্ছা নেই পুতিনের। তাই পুতিন ইউক্রেনে রক্তক্ষয়ী হামলা করছেন।’ সেই সঙ্গে পুতিন তাকে ঠকিয়েছেন বলেও অভিযোগ ট্রাম্পের। তাই রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
যদিও এর মাত্র এক দিন আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন দূত স্টিভ উইটকফ। সেখানে ইউক্রেনের সঙ্গে শর্তহীন আলোচনায় বসার বিষয়ে রাজি ছিলেন পুতিন। এ ছাড়া শনিবারও বিষয়টি নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা দপ্তর ক্রেমলিন।
এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনের কাছ থেকে আলোচিত কুরস্ক অঞ্চল পুনর্দখলের দাবি করে রাশিয়া। আট মাস আগে এ অঞ্চলটি ইউক্রেন রাশিয়ার কাছ থেকে দখলে নিয়েছিলো।
রাশিয়ার সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভ শনিবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের সময় এই ঘোষণা দেন, যেখানে তিনি বলেন, রাশিয়ান সৈন্যরা ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন কুরস্কের শেষ গ্রাম গোর্নাল মুক্ত করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘কুরস্ক অঞ্চল পুরোপুরি রাশিয়ার দখলে চলে এসেছে। রাশিয়ার সেনাদের তাদের অসামান্য সাহস ও অবদানের জন্য অভিনন্দন জানাই। এ অঞ্চলে কিয়েভের সেনারা মস্কোর সেনাদের কাছে পরাজিত হয়েছে।’
তবে ইউক্রেনের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের সৈন্যরা এখনও কুরস্কের কিছু অংশে কাজ করছে বলে জানায় কিয়েভ।