ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রিয়ালকে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা বার্সার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ কোপা দেল রে ফাইনালে অতিরিক্ত সময়ে জুলস কুন্দের দুর্দান্ত গোলের মাধ্যমে বার্সেলোনা ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে তাদের ৩২তম শিরোপা জয় করে। এই জয়ে বার্সা কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম বড় ট্রফি অর্জন করল।

শনিবার (২৬ এপ্রিল) রাতে স্পেনের এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত হয় কোপা দেল রে’র ফাইনাল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জুলস কুন্দের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বার্সেলোনা। ১২ মিনিটে পেদ্রির দূরপাল্লার শটে এগিয়ে যায় তারা। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসে। ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান। এরপর ৭৪ মিনিটে আর্দা গুলারের কর্নার থেকে চৌয়ামেনি গোল করে রিয়ালকে এগিয়ে নেন।

৮৩ মিনিটে ইয়ামালের পাস থেকে ফেরান তোরেস গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান। এই গোলটি রিয়াল গোলরক্ষক কোর্তোয়া ও রুডিগার এর ভুলে সম্ভব হয়।

১১৫ মিনিটে রিয়ালের অর্ধে মদ্রিচের পাসপেতে গিয়ে ব্রাহিম দিয়াজ হোঁচটখান। এই সুযোগে দ্রুত বল দখল করে জুলস কুন্দে ছুটে এসে নেয় এক জোরালো শট— যা ঠেকাতে ব্যর্থ হন কোর্তোয়া। গোল লাইনের বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে বার্সা শিবির।

এটি চলতি মৌসুমেবার্সেলোনার দ্বিতীয় শিরোপা, এর আগে স্প্যানিশ সুপার কাপেও রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল তারা। এ জয়ে কোপা দেল রে’র ইতিহাসে বার্সার শিরোপার সংখ্যা দাঁড়াল ৩২-এ, যা সর্বোচ্চ।

১১৮ মিনিটে বার্সেলোনার ডি-বক্সে এমবাপ্পে পড়ে যান। কিন্তু অফসাইড হওয়ায় পেনাল্টি পায়নি রিয়াল। ম্যাচের শেষদিকে উত্তেজনা ছড়ায়। রেফারির সিদ্ধান্তে নাখোশ হয়ে সাইডলাইনের ওপার থেকে কিছু একটা ছুঁড়ে মারায় লাল কার্ড দেখেন রুডিগার ও লুকাস ভাসকেস।

ম্যাচের শেষ দিকে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। রাফিনিয়াকে ফাউলের জন্য পেনাল্টি দেওয়া হলেও ভিএআরের মাধ্যমে তা বাতিল করা হয় এবং রাফিনিয়াকে হলুদ কার্ড দেখানো হয়। এছাড়া, রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগার ও লুকাস ভাসকেজ লাল কার্ড দেখেন।

এই মৌসুমে বার্সেলোনা তিনটি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে: লা লিগায় ৪-০, স্প্যানিশ সুপার কাপে ৫-২ এবং কোপা দেল রে ফাইনালে ৩-২। এই জয়ে বার্সা ট্রেবল জয়ের পথে অনেক এগিয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

রিয়ালকে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা বার্সার

আপডেট সময় : ০১:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ কোপা দেল রে ফাইনালে অতিরিক্ত সময়ে জুলস কুন্দের দুর্দান্ত গোলের মাধ্যমে বার্সেলোনা ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে তাদের ৩২তম শিরোপা জয় করে। এই জয়ে বার্সা কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম বড় ট্রফি অর্জন করল।

শনিবার (২৬ এপ্রিল) রাতে স্পেনের এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত হয় কোপা দেল রে’র ফাইনাল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জুলস কুন্দের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বার্সেলোনা। ১২ মিনিটে পেদ্রির দূরপাল্লার শটে এগিয়ে যায় তারা। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসে। ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান। এরপর ৭৪ মিনিটে আর্দা গুলারের কর্নার থেকে চৌয়ামেনি গোল করে রিয়ালকে এগিয়ে নেন।

৮৩ মিনিটে ইয়ামালের পাস থেকে ফেরান তোরেস গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান। এই গোলটি রিয়াল গোলরক্ষক কোর্তোয়া ও রুডিগার এর ভুলে সম্ভব হয়।

১১৫ মিনিটে রিয়ালের অর্ধে মদ্রিচের পাসপেতে গিয়ে ব্রাহিম দিয়াজ হোঁচটখান। এই সুযোগে দ্রুত বল দখল করে জুলস কুন্দে ছুটে এসে নেয় এক জোরালো শট— যা ঠেকাতে ব্যর্থ হন কোর্তোয়া। গোল লাইনের বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে বার্সা শিবির।

এটি চলতি মৌসুমেবার্সেলোনার দ্বিতীয় শিরোপা, এর আগে স্প্যানিশ সুপার কাপেও রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল তারা। এ জয়ে কোপা দেল রে’র ইতিহাসে বার্সার শিরোপার সংখ্যা দাঁড়াল ৩২-এ, যা সর্বোচ্চ।

১১৮ মিনিটে বার্সেলোনার ডি-বক্সে এমবাপ্পে পড়ে যান। কিন্তু অফসাইড হওয়ায় পেনাল্টি পায়নি রিয়াল। ম্যাচের শেষদিকে উত্তেজনা ছড়ায়। রেফারির সিদ্ধান্তে নাখোশ হয়ে সাইডলাইনের ওপার থেকে কিছু একটা ছুঁড়ে মারায় লাল কার্ড দেখেন রুডিগার ও লুকাস ভাসকেস।

ম্যাচের শেষ দিকে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। রাফিনিয়াকে ফাউলের জন্য পেনাল্টি দেওয়া হলেও ভিএআরের মাধ্যমে তা বাতিল করা হয় এবং রাফিনিয়াকে হলুদ কার্ড দেখানো হয়। এছাড়া, রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগার ও লুকাস ভাসকেজ লাল কার্ড দেখেন।

এই মৌসুমে বার্সেলোনা তিনটি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে: লা লিগায় ৪-০, স্প্যানিশ সুপার কাপে ৫-২ এবং কোপা দেল রে ফাইনালে ৩-২। এই জয়ে বার্সা ট্রেবল জয়ের পথে অনেক এগিয়ে গেল।