দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রান। টস জিতে ব্যাট করতে নেমে এদিনও ভালো শুরু পায় সফররতরা। দলীয় ৪১ রানে ব্রায়ান বেনেটকে ফেরান অভিষিক্ত তানজীম সাকিব।
নিক ওয়েলচকে সাথে নিয়ে ৩০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিলেও তাইজুল ইসলামের ঘূর্ণিতে বোল্ড হন বেন কারান। ওয়েলস ও শেন উইলিয়ামসের জোড়া ফিফটিতে দ্বিতীয় সেশন নিজেদের করে নেয় রোডেশিয়ানরা।
দলীয় ১৬২ রানে অসুস্থ হয়ে ওয়েলচ মাঠের বাইরে যাওয়ার পর মূলত ঘুরে দাঁড়ায় টাইগাররা। এরপর নাঈম-তাইজুল স্পিন ঘূর্ণিতে ১৭৭ রানে এরভিনের বিদায়ে শুরু, দলীয় ২২০ এর আগেই ৯ উইকেট হারায় জিম্বাবুয়ে।
নবম ব্যাটার হিসেবে ওয়েলচ আবার মাঠে আসলেও তাকে বোল্ড করেই ক্যারিয়ারের ১৬তম ফাইফার তুলে নেন তাইজুল। দিনের বাকি ৫ ওভারে শেষ উইকেট জুটি ভাংতে পারেননি বাংলাদেশি বোলাররা।