নির্বাচন না চাওয়া জনগণ কারা, জানতে চান আমির খসরু

- আপডেট সময় : ১১:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে

এখনই নির্বাচন না চাওয়া জনগণ কারা তা জানতে চেয়েছেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেযারপারসনের কার্যালয়ে ন্যাপ ভাসানী, আম জনতা দল ও পিপলস পার্টির সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ‘টক টু আল–জাজিরা’অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও। আজ আমাদের নির্বাচন। কেউ তা বলেনি। এই দিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে, যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তর করো।’
অন্তর্বর্তী সরকারকে মানুষ এখনও ভালো সমাধান মনে করছে: আল জাজিরাকে ড. ইউনূসঅন্তর্বর্তী সরকারকে মানুষ এখনও ভালো সমাধান মনে করছে: আল জাজিরাকে ড. ইউনূস
তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জনগণ বলতে কারা? এখন জনগণ বলতে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী, সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের মুখোমুখি করছে।’
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা দাবি করেন, ইতিমধ্যে প্রায় ৫০টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।
আমীর খসরু বলেন, ‘একটি সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচনের সময়ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধ চারণ করছে। কোনো মহামানব গণতন্ত্রের সমাধান দেবে জনগণ তা মেনে নেবে না। কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ আন্দোলন করেনি।’