পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ৫৪ জন নিহত

- আপডেট সময় : ০২:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে একদল অনুপ্রবেশকারীর অনুপ্রেবশ চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ সময় পাকিস্তানের ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় কমপক্ষে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানায়, গত তিন দিন ধরে (২৫, ২৬ ও ২৭ এপ্রিল) নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাক-আফগান সীমান্ত এলাকায় একদল সন্ত্রাসীর চলাচল শনাক্ত করে। তারা অনুপ্রেবেশের চেষ্টা করছিল।
এরপর গতকাল রোববার রাতে নিরাপত্তা বাহিনী তাদের অনুপ্রবেশ ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বিবৃতিতে আইএসপিআর বলেছে, আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে ৫৪ জন খারেজিকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে।
‘খারেজি’ শব্দটি পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ব্যবহৃত হয়।
আইএসপিআর আরও জানায়, এই খারেজি দলটি বিশেষভাবে তাদের ‘বিদেশী প্রভুদের’ নির্দেশে পাকিস্তানে উচ্চ-পর্যায়ের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য অনুপ্রবেশ করছিল। তাদের অনুপ্রেবেশ ব্যর্থ করে দেওয়ার পাশাপাশি সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় ২৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তে বেশ কয়েটি ক্রসিং পয়েন্ট রয়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে দেশে সন্ত্রাসী হামলার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, যা আগের মাসের তুলনায় ৪২% বেশি। এই সময়ের মধ্যে দেশব্যাপী কমপক্ষে ৭৪টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে, যার ফলে ৩৫ জন নিরাপত্তা কর্মী, ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩৬ জন জঙ্গি সহ ৯১ জন নিহত হয়েছে।