ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন সালাহ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ আরও একবার নিজের জাত চেনালেন। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন তিনি। এই এক গোলেই তিনি ভেঙে দিলেন দুটি পুরোনো রেকর্ড, যার একটি এতদিন দখলে রেখেছিলেন ম্যানচেস্টার সিটির সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো এবং অন্যটি সাবেক ইংলিশ তারকা ম্যানচেস্টার ইউনাইটেডের লিজেন্ড রায়ান গিগস।

ম্যাচের প্রথমার্ধেই লিভারপুল ৩-১ গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাতাস পাচ্ছিল। শিরোপার পথে থাকা দলটির জন্য এইম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতে যেত। তবে সমর্থকদের অপেক্ষা ছিল মোহাম্মদ সালাহর গোলের জন্য,যিনি আগের চার ম্যাচে গোলখরায় ভুগছিলেন। সতীর্থ কোডি গাকপো সুযোগ তৈরি করে দিলেও তা কাজে লাগাতে পারেননি তিনি।অবশেষে ম্যাচের ৬৪ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডি-বক্সের ভেতরে বল পেয়ে নিজের পরিচিত জাদুতে টটেনহামের জালে বল জড়ান সালাহ। এই গোলটি কেবল লিভারপুল সমর্থকদের উল্লাসের উপলক্ষই এনে দেয়নি,সালাহকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়।

এই গোলের মাধ্যমে সালাহ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করা বিদেশি খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে (১৮৪ গোল) ছাড়িয়ে গেলেন। ২৯৭ ম্যাচে সালাহর গোল সংখ্যা এখন ১৮৫টি (এর মধ্যে ২টি চেলসির হয়ে)। অন্যদিকে,আগুয়েরো ২৭৫ ম্যাচে করেছিলেন ১৮৪ গোল।

রেকর্ডের এখানেই শেষ নয়। গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে প্রিমিয়ার লিগে সরাসরি গোলে অবদানের হিসাবেও সালাহ পেছনে ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগসকে। গিগসের ২৭১টি গোল অবদানের রেকর্ড টপকে সালাহর মোট গোল অবদান এখন ২৭২।

সালাহ বর্তমানে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তার সামনে আছেন অ্যান্ডি কোল (১৮৭),ওয়েইন রুনি (২০৮),হ্যারি কেইন (২১৩) এবং শীর্ষে থাকা অ্যালান শিয়ারার (২৬০)। চলতি মৌসুমেই অ্যান্ডি কোলকে টপকে যাওয়ার সুযোগ থাকছে মিশরীয় এই ফরোয়ার্ডের সামনে কেননা বাকি আছে আরও ৪ ম্যাচ।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সালাহ এখন পর্যন্ত ২৮টি গোল এবং ১৮টি অ্যাসিস্ট করেছেন,অর্থাৎ মোট ৪৬টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি,যা প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচের মৌসুমে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। লিভারপুলের জয়ের রাতে সালাহর এই রেকর্ড ভাঙার কীর্তি নিঃসন্দেহে দলের এবং সমর্থকদের জন্য বাড়তি পাওয়া।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন সালাহ

আপডেট সময় : ০৪:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ আরও একবার নিজের জাত চেনালেন। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন তিনি। এই এক গোলেই তিনি ভেঙে দিলেন দুটি পুরোনো রেকর্ড, যার একটি এতদিন দখলে রেখেছিলেন ম্যানচেস্টার সিটির সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো এবং অন্যটি সাবেক ইংলিশ তারকা ম্যানচেস্টার ইউনাইটেডের লিজেন্ড রায়ান গিগস।

ম্যাচের প্রথমার্ধেই লিভারপুল ৩-১ গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাতাস পাচ্ছিল। শিরোপার পথে থাকা দলটির জন্য এইম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতে যেত। তবে সমর্থকদের অপেক্ষা ছিল মোহাম্মদ সালাহর গোলের জন্য,যিনি আগের চার ম্যাচে গোলখরায় ভুগছিলেন। সতীর্থ কোডি গাকপো সুযোগ তৈরি করে দিলেও তা কাজে লাগাতে পারেননি তিনি।অবশেষে ম্যাচের ৬৪ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডি-বক্সের ভেতরে বল পেয়ে নিজের পরিচিত জাদুতে টটেনহামের জালে বল জড়ান সালাহ। এই গোলটি কেবল লিভারপুল সমর্থকদের উল্লাসের উপলক্ষই এনে দেয়নি,সালাহকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়।

এই গোলের মাধ্যমে সালাহ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করা বিদেশি খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে (১৮৪ গোল) ছাড়িয়ে গেলেন। ২৯৭ ম্যাচে সালাহর গোল সংখ্যা এখন ১৮৫টি (এর মধ্যে ২টি চেলসির হয়ে)। অন্যদিকে,আগুয়েরো ২৭৫ ম্যাচে করেছিলেন ১৮৪ গোল।

রেকর্ডের এখানেই শেষ নয়। গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে প্রিমিয়ার লিগে সরাসরি গোলে অবদানের হিসাবেও সালাহ পেছনে ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগসকে। গিগসের ২৭১টি গোল অবদানের রেকর্ড টপকে সালাহর মোট গোল অবদান এখন ২৭২।

সালাহ বর্তমানে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তার সামনে আছেন অ্যান্ডি কোল (১৮৭),ওয়েইন রুনি (২০৮),হ্যারি কেইন (২১৩) এবং শীর্ষে থাকা অ্যালান শিয়ারার (২৬০)। চলতি মৌসুমেই অ্যান্ডি কোলকে টপকে যাওয়ার সুযোগ থাকছে মিশরীয় এই ফরোয়ার্ডের সামনে কেননা বাকি আছে আরও ৪ ম্যাচ।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সালাহ এখন পর্যন্ত ২৮টি গোল এবং ১৮টি অ্যাসিস্ট করেছেন,অর্থাৎ মোট ৪৬টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি,যা প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচের মৌসুমে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। লিভারপুলের জয়ের রাতে সালাহর এই রেকর্ড ভাঙার কীর্তি নিঃসন্দেহে দলের এবং সমর্থকদের জন্য বাড়তি পাওয়া।