ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইশরাকের গেজেট প্রকাশের আগে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৩৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণের মেয়র হি‌সে‌বে ইশরাকের গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। তারা স্বাধীনভাবে গেজেট প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উ‌দ্বোধনী অনুষ্ঠান শেষে একথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন। ইসি তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যমেই গেজেট প্রকাশ করেছে।

এসময় মেজর সিনহা হত্যা মামলা নি‌য়ে করা এক প্রশ্নের জবা‌বে আইন উপদেষ্টা বলেন, হাই‌কোর্ট স্বাধীনভাবে কাজ করছে। ইরেশ জা‌কে‌রের বিরুদ্ধে মামলা সরকার করেনি। কেউ কেউ ব্যক্তি স্বার্থে মামলা করছে। তা‌দের মুখোশ উ‌ন্মোচন করা উচিত বলেও মনে করেন তিনি।

তিনি জানান, হাইকোর্ট যেসব মামলা সেখানে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার সুযোগ নেই। উচ্চ আদালতের ওপর হস্তক্ষেপের কোন সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের। বিচার বিভাগ স্বাধীনভাবেই চলবে।

আইন উপদেষ্টা জানান, দেশে প্রতি বছর ৫ লাখ মামলা হয়। মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। যারা উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা করছে তাদের বিষয়ে সরকার নজর রাখছে।

পরে আইন ও বিচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা অর্জন ও কিছু শূন্যতা তুলে ধরেন আইন সচিব আবু তাহের।

নিউজটি শেয়ার করুন

ইশরাকের গেজেট প্রকাশের আগে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি

আপডেট সময় : ০২:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ঢাকা দক্ষিণের মেয়র হি‌সে‌বে ইশরাকের গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। তারা স্বাধীনভাবে গেজেট প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উ‌দ্বোধনী অনুষ্ঠান শেষে একথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন। ইসি তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যমেই গেজেট প্রকাশ করেছে।

এসময় মেজর সিনহা হত্যা মামলা নি‌য়ে করা এক প্রশ্নের জবা‌বে আইন উপদেষ্টা বলেন, হাই‌কোর্ট স্বাধীনভাবে কাজ করছে। ইরেশ জা‌কে‌রের বিরুদ্ধে মামলা সরকার করেনি। কেউ কেউ ব্যক্তি স্বার্থে মামলা করছে। তা‌দের মুখোশ উ‌ন্মোচন করা উচিত বলেও মনে করেন তিনি।

তিনি জানান, হাইকোর্ট যেসব মামলা সেখানে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার সুযোগ নেই। উচ্চ আদালতের ওপর হস্তক্ষেপের কোন সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের। বিচার বিভাগ স্বাধীনভাবেই চলবে।

আইন উপদেষ্টা জানান, দেশে প্রতি বছর ৫ লাখ মামলা হয়। মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। যারা উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা করছে তাদের বিষয়ে সরকার নজর রাখছে।

পরে আইন ও বিচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা অর্জন ও কিছু শূন্যতা তুলে ধরেন আইন সচিব আবু তাহের।