ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী মার্ক কার্নি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়। দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। কানাডা ব্রডকাস্টিং করপোরেশনের ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতে উঠেন লিবারেল পার্টির সমর্থকেরা।

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লিবারেল পার্টির মার্ক কার্নি। ৬৪ শতাংশ ভোটে জয় পেয়েছে তাঁর দল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজয়ী ভাষণে মার্ক কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার মালিকানা নিতে দেশবাসীকে বিভক্ত করার চেষ্টা করছেন। কিন্তু তা কখনোই হবে না।

এদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে পরাজয় মেনে নিয়েছেন। ৩৪৩টি আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন ১৭২টি আসন।

ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার জন্য অর্থনীতিবিদ মার্ক কার্নিকেই বেছে নিয়েছেন কানাডাবাসী।

অন্যদিকে প্রাথমিক ফলাফল দেখেই হতাশ কনজারভেটিভ পার্টির সমর্থকেরা। তারা এই ফলাফল মেনে নিতে পারছেন না।

কানাডার এবারের নির্বাচনের প্রধান চরিত্র হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো। এরপরই তাঁর স্থলাভিষিক্ত হন ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি।

কানাডার নির্বাচনের আগে দেশটিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কানাডার পণ্যে শুল্ক আরোপের হুমকি দেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাবও রাখেন। এতে করে কানাডায় দেশপ্রেম নিয়ে জনমনে জোরালো সাড়া পড়ে। এর প্রভাব পড়ে নির্বাচনী প্রচারণাতেও। এই পরিস্থিতিতে জনপ্রিয়তা বেড়ে যায় লিবারেল পার্টির নেতা প্রধানমন্ত্রী মার্ক কার্নির।

নিউজটি শেয়ার করুন

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী মার্ক কার্নি

আপডেট সময় : ১২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়। দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। কানাডা ব্রডকাস্টিং করপোরেশনের ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতে উঠেন লিবারেল পার্টির সমর্থকেরা।

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লিবারেল পার্টির মার্ক কার্নি। ৬৪ শতাংশ ভোটে জয় পেয়েছে তাঁর দল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজয়ী ভাষণে মার্ক কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার মালিকানা নিতে দেশবাসীকে বিভক্ত করার চেষ্টা করছেন। কিন্তু তা কখনোই হবে না।

এদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে পরাজয় মেনে নিয়েছেন। ৩৪৩টি আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন ১৭২টি আসন।

ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার জন্য অর্থনীতিবিদ মার্ক কার্নিকেই বেছে নিয়েছেন কানাডাবাসী।

অন্যদিকে প্রাথমিক ফলাফল দেখেই হতাশ কনজারভেটিভ পার্টির সমর্থকেরা। তারা এই ফলাফল মেনে নিতে পারছেন না।

কানাডার এবারের নির্বাচনের প্রধান চরিত্র হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো। এরপরই তাঁর স্থলাভিষিক্ত হন ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি।

কানাডার নির্বাচনের আগে দেশটিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কানাডার পণ্যে শুল্ক আরোপের হুমকি দেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাবও রাখেন। এতে করে কানাডায় দেশপ্রেম নিয়ে জনমনে জোরালো সাড়া পড়ে। এর প্রভাব পড়ে নির্বাচনী প্রচারণাতেও। এই পরিস্থিতিতে জনপ্রিয়তা বেড়ে যায় লিবারেল পার্টির নেতা প্রধানমন্ত্রী মার্ক কার্নির।