বয়সটা ১৪, যে বয়সে প্লে-স্টেশনে গেইম খেলে একজন কিশোরের সময় কাটে, সে বয়সেই বৈভাব সুরিয়াভানশি হাঁকিয়েছেন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের দ্রুততম সেঞ্চুরি। যেন বাস্তব জীবনকেই প্লে-স্টেশন বানিয়ে ফেলেছেন ভারতের এই ওয়ান্ডার কিড।
সোমবার (২৮ এপ্রিল) রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন সুরিয়া। গুজরাট টাইটান্সের দেয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ছক্কা, ৭ চারে করেন ১০১ রান।
১৪ বছর ৩২ দিন বয়সে শতক হাঁকিয়ে স্বীকৃত ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও এখন ভারতীয় এই ওপেনার। এছাড়াও আইপিএলের দেড় যুগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান এখন সুরিয়াভানশি।
সবার উপরে আছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। ২০১৩ সালে বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।