সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লন্ডনে চিকিৎসা শেষে এখন বড় ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন। বিএনপি নেতারা জানিয়েছেন, তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘যুক্তরাজ্য থেকে বেগম খালেদা জিয়ার ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করার বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’
এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাওয়ার কথা তার আওতায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সামনের মাসেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাকে নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলে চিকিৎসা।
খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ্য আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।