জন্ম পাকিস্তানে, বোম্বে কাঁপালেন যে ৫ তারকা

- আপডেট সময় : ১২:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে

ভারত এখন উত্তাল কাশ্মীর কাণ্ডে। এবং এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে নানা চুক্তি ভাঙছে ভারত সরকার। শুধু তাই নয়, ফের পুলওয়ামা কাণ্ডের পর আবারও একবার করে পাকিস্তানি তারকাদের বয়কট করা শুরু হয়েছে ভারতে। সেই তালিকায় ক্ষোভের শিকার হয়েছেন অনেকেই। ফাওাদ খান থেকে হানিয়া আমির রয়েছেন সেই তালিকায়, ফের একবার পাকিস্তানি তারকাদের ব্যান করা হয়েছে।
কিন্তু, একটা সময় ভারতের বুকে নাম পাওয়া এমন অনেক তারকাই ছিলেন যারা জন্মেছিলেন পাকিস্তানে। সিন্ধু-পাড়ে জন্ম নেওয়া অভিবক্ত ভারতের এই শিল্পীরা পরে মুম্বাই এসে নানা ক্ষেত্রে নাম করেছিলেন। নিজেদের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তাঁদেরকে চেনেন?
গুলজারঃ অনেকে তাঁর পুরো নাম পর্যন্ত জানেন না। তিনি গীতিকার এবং লেখক হিসেবেই পরিচিত। সম্পুরন সিং কালরা, এই মানুষটির জীবনের অনেকটা অধ্যায় কেটেছে কলকাতায়। কিন্তু তাঁর জন্ম হয় তৎকালীন অবিভক্ত ভারতের পাকিস্তান সংলগ্ন ডিনা এলাকায়। যদিও পরবর্তীতে এই মানুষটি একেবারেই বাঙালি হয়ে ওঠেন। তবে, তিনি ভারতের অন্যতম এক গুনী শিল্পী হিসেবেই সারাবিশ্বে সমাদৃত।
দীলিপ কুমারঃ এই অভিনেতা ভারতীয় চলচ্চিত্রের সেইযুগের সুপুরুষ অভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন। সকলের ইউসুফ ভাই, দীলিপ কুমার জন্মগ্রহণ করেন পেশোয়ারে। কিন্তু, ভারতবাসীর কাছে অত্যন্ত প্রিয় অভিনেতা ছিলেন তিনি।
রাজ কাপুরঃ আজও তাঁর বাড়ি আছে পাকিস্তানে। এই পরিচালক-অভিনেতা এবং প্রযোজক ভারতীয় সিনেমার দ্যা গ্রেটেস্ট শো-ম্যান হিসেবে পরিচিত। তিনি এমন সব সিনেমা উপহার দিয়েছেন যেগুলি আজও মানুষের মনে জায়গা করে আছে। তিনি কিন্তু এদেশে এসেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন।
দেব আনন্দঃ এই তারকাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কারণ, তিনি এমন আইকিনিক সব চরিত্রে অভিনয় করেছেন, যা আজও ভারতীয় সিনেমার অনন্য সম্পদ। এই অভিনেতার জন্ম কিন্তু তৎকালীন পাকিস্তানেই। কিন্তু, এদেশে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
সুনীল দত্তঃ অভিনেতা সঞ্জয় দত্তের বাবা, ভারতীয় সিনেমার এক নিদারুণ নক্ষত্র। শুধু তাই নয়, তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী। তাঁর সঙ্গে সঙ্গে অভিনয়ের দুনিয়াতেও দারুণ নাম করেছিলেন। তাঁর জন্ম হয়েছিল পাকিস্তানেই। কিন্তু, হিন্দুস্তানে তাঁকে সবাই এক কথায় চিনতেন।