নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতরা দুটি গাড়ির আরোহী ছিলেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল সোমবার বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
অঞ্চলটিতে বিদেশি এনজিওগুলোকে নিরাপত্তা দেওয়া সংস্থা দ্য ইন্টারন্যাশনাল সেফটি অর্গানাইজেশন জানিয়েছে, রান ও গাম্বোরু নাগলা শহরের মধ্যে চলাচলকারী একাধিক গাড়ি বোমার (আইইডি) আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত এবং অন্তত ৩ জন আহত হয়েছেন। তবে বর্নো রাজ্য পুলিশ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী লিমান টম জানান, বিস্ফোরণে গাড়িগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর সেখানে আসা সেনা ও বেসামরিক জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্যরা আহতদের হাসপাতালে নিয়ে যান।
মুহম্মদ নামের এক ব্যক্তির মা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি গাড়িতে ছিলেন। ওই ব্যক্তি রয়টার্সকে বলেন, ‘আমি মায়ের দেহাবশেষ শনাক্ত পর্যন্ত করতে পারছি না।’
সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম ও ইসলামিস্ট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইডব্লিউএপি) উত্তর-পূর্বাঞ্চলে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ১৫ বছরের বেশি সময় ধরে লড়াই করছে। বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের টার্গেট করে প্রায়ই ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে।