ফেভারিটের তালিকায় না থেকেও চ্যাম্পিয়ন আবাহনী

- আপডেট সময় : ১১:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা চতুর্থবার চ্যাম্পিয়নের মুকুট পড়লো আবাহনী লিমিটেড। অথচ টুর্নামেন্টের শুরুতে আবাহনী ছিল না ফেভারিটের তালিকায়। প্রতিপক্ষ আর প্রতিবন্ধকতা জয় করে ম্যাচ শেষে নিজেদের অভিব্যক্তিতে শিরোপা ছোঁয়ার গল্প বলেছেন আবাহনীর কোচ-ক্রিকেটাররা।
শিরোপার উৎসবে মাতোয়ারা আবাহনী। মুদ্রার ওপিঠে বেদনায় নীল মোহামেডানের অধরাই রইল চ্যাম্পিয়ন শিরোপা নামক সোনার হরিণটা। অবশ্য চেষ্টার ত্রুটি ছিল না, তাওহীদ হৃদয়ের বিতর্কিত কাণ্ড নিয়ে জলঘোলা কম হয়নি। বিপরীতে দেশের পটপরিবর্তনে দল গোছাতে বেগ পোহাতে হলেও আবাহনী শুরু থেকেই ছিল সুশৃঙ্খল, কাজ করেছে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে।
আবাহনীর কোচ হান্নান সরকার বলেন, ‘বাজেটের দিক থেকেও আমাদের টপ তিনে রাখার মতো না। সেভাবে দলটা গোছানো হয়েছে। আমি যখন দল গোছানোর দায়িত্ব নেই তখন চেষ্টা করেছি একটা সেরা কম্বিনেশন এবং কে চলে যাবে সেখানে রিপ্লেসমেন্ট কে হতে পারে। সেভাবে বাজেটের সঙ্গে মিলিয়ে দলটা গোছানোর চেষ্টা করেছি। লিগটা আমাদের কাছে একটু স্পেশাল হতেই পারে কারণ যে দলটা কাগজে কলমে টপে নেই পারফরম্যান্স দিয়ে টপে উঠে এসেছে।’
সবশেষ ডিপিএলে আবাহনীর অধিনায়ক থাকলেও সদ্য সমাপ্ত আসরের শুরুতে ক্যাপ্টেনসির ক্যাপটা ছিল না মোসাদ্দেকের মাথায়। তবে শান্তর অনুপস্থিতি আর চার ক্যাপ্টেন তত্ত্বে বিশ্বাসী আবাহনীর শিরোপাজয়ী অধিনায়ক তিনিই। ম্যাচ উইনিং নক অ্যান্ড শট খেলে উচ্ছ্বসিত মোসাদ্দেক তবে আক্ষেপও আছে।
মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘শেষ তিন চারটা ম্যাচে রান করতে পারিনি সে জায়গায় স্যাটিসফেকশন ভালোভাবে আসেনি। ওই কয়টা ম্যাচে ভালো খেলতে পারলে হয়তো আরও রান করতে পারতাম। আরও কটা সাহায্য করতে পারতাম দলকে।’
ম্যানেজমেন্ট কিংবা কোচিং প্যানেলে আমূল পরিবর্তন, টানা চতুর্থ শিরোপা জয়ে বাধা হতে পারেনি আবাহনীর। আর বিগত কয়েক আসরের চেয়ে সদ্য সমাপ্ত আসরে তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ায় উচ্ছ্বসিত চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা।
টুর্নামেন্টের শুরুতে অনেকেই গোণায় ধরেনি আবাহনীকে। তবে টানা চতুর্থ শিরোপা জিতে আকাশি-নীলরা প্রমাণ করেছে আবাহনী চ্যাম্পিয়ন হবে এটাই যেন ডিপিএলের নিয়তি, এটাই যেন নিয়ম।