ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মানুষ ভোট দিয়ে সরকার গঠন করতে চায়: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মানুষের মুখ দেখেই বুঝা যায় তারা সবাই পরিবর্তন চায়। সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল, নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সেই সরকার গঠন করতে চায়। ধানের শীষ আপনাদের, যাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের।’

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অনেকেই বলছেন ফ্যাসিবাদ হাসিনা আবার ফিরে আসবেন। বিএনপিকে কিছুই করতে হবে না সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবেন। তাকে আর এদেশে আসে কোনোদিন রাজনীতি করতে হবে না। সাধারণ মানুষের ওপর যে অন্যায় অত্যাচার হয়েছে এজন্য তারাই ব্যবস্থা নিবেন।’

ফেসবুক ইউটিউব নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘ফেসবুকে অসংখ্য মিথ্যা আসে। ইউটিউবে এমন এমন কথা বলে যা দেখে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। এগুলো দেখে বিভ্রান্ত হবেন না।’

তিনি বলেন, ‘সনাতন ধর্মের মানুষেরা বিএনপির আমলে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। কারণ বিএনপি একটি শান্তি প্রিয় দল।’

নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘কেউ আওয়ামী লীগের মতো অন্যায় করবেন না, অন্যায় করলে মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগের মতো ছুড়ে ফেলে দিবে। সুতরাং অন্যায় যেন কেউ না করে সেদিকে খেয়াল রাখবেন। নিজেরা অনেক শক্তিশালী নিয়ে এ সকল অপকর্ম প্রতিরোধ করবেন। সাধারণ মানুষের ওপর যেন কেউ অন্যায় অত্যাচার করতে না পারে। প্রয়োজনে অন্যায়কারীদের সরাসরি পুলিশের হাতে তুলে দিবেন।’

এসময় চিলারং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নু, পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন। এসময় বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও চিলারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই কর্মসূচিতে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

মানুষ ভোট দিয়ে সরকার গঠন করতে চায়: মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মানুষের মুখ দেখেই বুঝা যায় তারা সবাই পরিবর্তন চায়। সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল, নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সেই সরকার গঠন করতে চায়। ধানের শীষ আপনাদের, যাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের।’

আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অনেকেই বলছেন ফ্যাসিবাদ হাসিনা আবার ফিরে আসবেন। বিএনপিকে কিছুই করতে হবে না সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবেন। তাকে আর এদেশে আসে কোনোদিন রাজনীতি করতে হবে না। সাধারণ মানুষের ওপর যে অন্যায় অত্যাচার হয়েছে এজন্য তারাই ব্যবস্থা নিবেন।’

ফেসবুক ইউটিউব নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘ফেসবুকে অসংখ্য মিথ্যা আসে। ইউটিউবে এমন এমন কথা বলে যা দেখে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। এগুলো দেখে বিভ্রান্ত হবেন না।’

তিনি বলেন, ‘সনাতন ধর্মের মানুষেরা বিএনপির আমলে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। কারণ বিএনপি একটি শান্তি প্রিয় দল।’

নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘কেউ আওয়ামী লীগের মতো অন্যায় করবেন না, অন্যায় করলে মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগের মতো ছুড়ে ফেলে দিবে। সুতরাং অন্যায় যেন কেউ না করে সেদিকে খেয়াল রাখবেন। নিজেরা অনেক শক্তিশালী নিয়ে এ সকল অপকর্ম প্রতিরোধ করবেন। সাধারণ মানুষের ওপর যেন কেউ অন্যায় অত্যাচার করতে না পারে। প্রয়োজনে অন্যায়কারীদের সরাসরি পুলিশের হাতে তুলে দিবেন।’

এসময় চিলারং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নু, পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন। এসময় বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও চিলারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই কর্মসূচিতে যোগ দেন।