ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২০২৫-এ আর কারা কারা পেলেন পদ্ম পুরস্কার?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৩৩৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার ২০২৫ অনুষ্ঠিত হল। নন্দমুরি বালাকৃষ্ণ, অজিত কুমার, শেখর কাপুর, অরিজিৎ সিং এবং রিকি কেজের মতো সেলিব্রিটিরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। পঙ্কজ উধাসকে মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয়।

২০২৫ সালে পদ্ম পুরষ্কার প্রাপ্ত তারকাদের তালিকা
পদ্মভূষণ গ্রহণের অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে ভারতীয় তারকারা উপস্থিত হয়েছিলেন। নন্দমুরি বালকৃষ্ণকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। তিনি বিশেষ এই দিনে অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠেছিলেন।

অন্যদিকে, অজিত কুমারও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। তাঁর পরনে ছিল স্যুট। তাছাড়াও শেখর কাপুর এবং শোভনাও পেয়েছেন পদ্মভূষণ। এছাড়াও এদিন পঙ্কজ উধাসকে মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয়। পঙ্কজ উদাসের স্ত্রী এই পুরস্কার গ্রহণ করেন।

অন্যদিকে, অরিজিৎ সিং এবং রিকি কেজকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি সম্প্রচারও করা হয়েছে। সোমবার ক্রীড়া, চিকিৎসা, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রের আরও বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব এই পুরষ্কারে ভূষিত হয়েছেন।

জানুয়ারিতে যখন পুরষ্কার ঘোষণা করা হয়েছিল, তখন অজিত কুমার একটি বিবৃতি দিয়েছিলেন। তাতে লেখা ছিল, ‘ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে সম্মানিত পদ্ম পুরষ্কার পেয়ে আমি গভীর ভাবে বিনীত এবং সম্মানিত বোধ করছি। এই মর্যাদাপূর্ণ সম্মানের জন্য আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন একটি স্বীকৃতি পাওয়া আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় এবং আমাদের জাতির প্রতি আমার অবদানের এই স্বীকৃতির জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

অন্যদিকে শেখর কাপুর এক্সে পোস্ট করেছিলেন, ‘ভারত সরকার আমাকে পদ্মভূষণের যোগ্য বলে বিবেচনা করেছে বলে আমি কৃতজ্ঞ। আশা করি এই পুরষ্কার আমাকে আমার শিল্পের সেবা করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহ দেবে। আমাদের ভারতীয় ছবির দর্শকদেরও ধন্যবাদ, কারণ আমি আছি, আপনারা আছেন বলেই।’

নিউজটি শেয়ার করুন

২০২৫-এ আর কারা কারা পেলেন পদ্ম পুরস্কার?

আপডেট সময় : ১২:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার ২০২৫ অনুষ্ঠিত হল। নন্দমুরি বালাকৃষ্ণ, অজিত কুমার, শেখর কাপুর, অরিজিৎ সিং এবং রিকি কেজের মতো সেলিব্রিটিরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। পঙ্কজ উধাসকে মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয়।

২০২৫ সালে পদ্ম পুরষ্কার প্রাপ্ত তারকাদের তালিকা
পদ্মভূষণ গ্রহণের অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে ভারতীয় তারকারা উপস্থিত হয়েছিলেন। নন্দমুরি বালকৃষ্ণকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। তিনি বিশেষ এই দিনে অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠেছিলেন।

অন্যদিকে, অজিত কুমারও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। তাঁর পরনে ছিল স্যুট। তাছাড়াও শেখর কাপুর এবং শোভনাও পেয়েছেন পদ্মভূষণ। এছাড়াও এদিন পঙ্কজ উধাসকে মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয়। পঙ্কজ উদাসের স্ত্রী এই পুরস্কার গ্রহণ করেন।

অন্যদিকে, অরিজিৎ সিং এবং রিকি কেজকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি সম্প্রচারও করা হয়েছে। সোমবার ক্রীড়া, চিকিৎসা, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রের আরও বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব এই পুরষ্কারে ভূষিত হয়েছেন।

জানুয়ারিতে যখন পুরষ্কার ঘোষণা করা হয়েছিল, তখন অজিত কুমার একটি বিবৃতি দিয়েছিলেন। তাতে লেখা ছিল, ‘ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে সম্মানিত পদ্ম পুরষ্কার পেয়ে আমি গভীর ভাবে বিনীত এবং সম্মানিত বোধ করছি। এই মর্যাদাপূর্ণ সম্মানের জন্য আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন একটি স্বীকৃতি পাওয়া আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় এবং আমাদের জাতির প্রতি আমার অবদানের এই স্বীকৃতির জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

অন্যদিকে শেখর কাপুর এক্সে পোস্ট করেছিলেন, ‘ভারত সরকার আমাকে পদ্মভূষণের যোগ্য বলে বিবেচনা করেছে বলে আমি কৃতজ্ঞ। আশা করি এই পুরষ্কার আমাকে আমার শিল্পের সেবা করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহ দেবে। আমাদের ভারতীয় ছবির দর্শকদেরও ধন্যবাদ, কারণ আমি আছি, আপনারা আছেন বলেই।’