ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ০১:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

জুলাই সনদ চূড়ান্তের পর আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতালিভিত্তিক গণমাধ্যম রাই নিউজকে এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, দেড় দশকের স্বৈরশাসনের পর একটি অবাধ নির্বাচন আয়োজন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, স্বাস্থ্য থেকে শুরু করে নির্বাচনব্যবস্থা পর্যন্ত বিভিন্ন খাত সংস্কারে ১৫টি কমিশন গঠিত হয়েছে। তাদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ চূড়ান্ত করা হবে। এরপরই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে আশাবাদ জানান তিনি।
ড. ইউনূসকে দরিদ্রদের ব্যাংকার ও নিপীড়িতদের পোপ আখ্যা দিয়েছে রাই নিউজ। অধ্যাপক ইউনূস এবং পোপ ফ্রান্সিসের লড়াই একই সূত্রে গাঁথা ছিল বলেও জানায় ইতালির গণমাধ্যমটি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি শেখ হাসিনা। এর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দাবি করলেও এ নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভোট হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই।