ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহরুখ বাড়ি ছাড়ায় কমেছে ব্যবসা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহরুখ খানের মন্নতের বারান্দা এখন শূন্য। বাদশার বাড়ি জুড়ে এখন কেবল যন্ত্রপাতির শব্দ। পরিবার নিয়ে ঘর ছেড়েছেন শাহরুখ, আসলে অনেকটা সময় পর নতুন করে সাজছে মন্নত, চলছে মেরামতির কাজ, যোগ হবে নতুন ফ্লোরও। সেই কারণেই শাহরুখ তাঁর পরিবার-সহ থাকছেন পালি হিলসের বিলাসবহুল একটি বাংলোয়। মন্নতের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা। তবে এর জেরে সমস্যায় পড়েছেন শাহরুখের বাড়ির বাইরে বসা বিক্রেতারা।

নিশ্চয়ই ভাবছেন কিং খানের মন্নতে না থাকার সঙ্গে তাঁদের কী সম্পর্ক? সম্পর্ক আছে। প্রতিদিন অগণিত শাহরুখ-ভক্ত নায়ককে একবার চোখের দেখা দেখতে পাবেন এই আশায় মন্নতের সামনে ভিড় জমাতেন। অনেকে পর্যটকের কাছে ঝাঁ চকচকে মন্নত দ্রষ্টব্য স্থান। আর সেই সুবাদে একটু লাভের আশায় সেখানকার স্থানীয় অনেক খুচরো ব্যবসায়ী তাঁদের নানা দ্রব্যের পসরা সাজিয়ে বসতেন। তাঁরা মূলত বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে বসেন। সেখানে কানাকাটাও হতো বিস্তর। তবে এখনকার ছবিটা একটু আলাদা।

কারণ? ‘কিং’ তাঁর রাজপ্রসাদে নেই, তাই তাঁকে দেখার ভিড় নেই সেখানে। শাহরুখের বাড়ির সামনে যে সমস্ত দোকানদারেরা বসেন, তাঁরা জানাচ্ছেন, শাহরুখ বাড়িতে এখন থাকছেন না এই খবর ছড়িয়ে পড়তেই লোক আসা কমছে। আসলে শুধু তো মন্নত দেখার জন্য নয়, যাঁর জন্য মন্নতের জৌলুস দ্বিগুণ সেই শাহরুখ খানের একটা ঝলক দেখতে পাবেন এই আশাতেই অনেকে সেখানে আসতেন। তবে এখন সেই আকর্ষণ নেই। সেই কারণেই শাহরুখহীন মন্নত দেখতে দর্শকদের ভিড় উল্লেখযোগ্য ভাবে কমেছে। আর তার প্রভাব পড়েছে ওই সব ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর।

প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল, মন্নতের মেরামতির প্রয়োজন। তাছাড়াও শাহরুখ-পত্নী আরও একটু উঁচু করতে চান তাঁদের বাসভবনকে। তার জন্য পুরসভার অনুমতিও নিয়েছিলেন শাহরুখ-গৌরী। সেই আবেদন মঞ্জুর হয়েছে কয়েক মাস আগেই। আর এবার তাই বাড়ি ছেড়ে আপাতত অন্য একটি বাংলোয় ছেলে-মেয়েদের নিয়ে সংসার পেতেছেন তাঁরা।

জানা গিয়েছে, মে মাস থেকে মন্নত জুড়ে চলবে মেরামতির কাজ। আর গোটা বাড়ি জুড়ে যদি মেরামতির কাজ হয়, তাহলে শাহরুখের পক্ষে সেই বাড়িতে থাকা অসম্ভব। সেই কারণেই শাহরুখ খান পালি হিলসে ৪ তলা একটি বাড়ি ভাড়া করেছেন। সেই বাড়ির ভাড়া নাকি ২৪ লাখ টাকা। প্রযোজক জ্যাকি ভাগনানি বাবা বাসু ভাগনানির তৈরি এই বাড়িতেই আপাতত থাকছেন শাহরুখ খান, গৌরী খান ও তাঁদের ৩ সন্তান আরিয়ান, আব্রাম ও সুহানা।

নিউজটি শেয়ার করুন

শাহরুখ বাড়ি ছাড়ায় কমেছে ব্যবসা!

আপডেট সময় : ১২:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

শাহরুখ খানের মন্নতের বারান্দা এখন শূন্য। বাদশার বাড়ি জুড়ে এখন কেবল যন্ত্রপাতির শব্দ। পরিবার নিয়ে ঘর ছেড়েছেন শাহরুখ, আসলে অনেকটা সময় পর নতুন করে সাজছে মন্নত, চলছে মেরামতির কাজ, যোগ হবে নতুন ফ্লোরও। সেই কারণেই শাহরুখ তাঁর পরিবার-সহ থাকছেন পালি হিলসের বিলাসবহুল একটি বাংলোয়। মন্নতের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা। তবে এর জেরে সমস্যায় পড়েছেন শাহরুখের বাড়ির বাইরে বসা বিক্রেতারা।

নিশ্চয়ই ভাবছেন কিং খানের মন্নতে না থাকার সঙ্গে তাঁদের কী সম্পর্ক? সম্পর্ক আছে। প্রতিদিন অগণিত শাহরুখ-ভক্ত নায়ককে একবার চোখের দেখা দেখতে পাবেন এই আশায় মন্নতের সামনে ভিড় জমাতেন। অনেকে পর্যটকের কাছে ঝাঁ চকচকে মন্নত দ্রষ্টব্য স্থান। আর সেই সুবাদে একটু লাভের আশায় সেখানকার স্থানীয় অনেক খুচরো ব্যবসায়ী তাঁদের নানা দ্রব্যের পসরা সাজিয়ে বসতেন। তাঁরা মূলত বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে বসেন। সেখানে কানাকাটাও হতো বিস্তর। তবে এখনকার ছবিটা একটু আলাদা।

কারণ? ‘কিং’ তাঁর রাজপ্রসাদে নেই, তাই তাঁকে দেখার ভিড় নেই সেখানে। শাহরুখের বাড়ির সামনে যে সমস্ত দোকানদারেরা বসেন, তাঁরা জানাচ্ছেন, শাহরুখ বাড়িতে এখন থাকছেন না এই খবর ছড়িয়ে পড়তেই লোক আসা কমছে। আসলে শুধু তো মন্নত দেখার জন্য নয়, যাঁর জন্য মন্নতের জৌলুস দ্বিগুণ সেই শাহরুখ খানের একটা ঝলক দেখতে পাবেন এই আশাতেই অনেকে সেখানে আসতেন। তবে এখন সেই আকর্ষণ নেই। সেই কারণেই শাহরুখহীন মন্নত দেখতে দর্শকদের ভিড় উল্লেখযোগ্য ভাবে কমেছে। আর তার প্রভাব পড়েছে ওই সব ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর।

প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল, মন্নতের মেরামতির প্রয়োজন। তাছাড়াও শাহরুখ-পত্নী আরও একটু উঁচু করতে চান তাঁদের বাসভবনকে। তার জন্য পুরসভার অনুমতিও নিয়েছিলেন শাহরুখ-গৌরী। সেই আবেদন মঞ্জুর হয়েছে কয়েক মাস আগেই। আর এবার তাই বাড়ি ছেড়ে আপাতত অন্য একটি বাংলোয় ছেলে-মেয়েদের নিয়ে সংসার পেতেছেন তাঁরা।

জানা গিয়েছে, মে মাস থেকে মন্নত জুড়ে চলবে মেরামতির কাজ। আর গোটা বাড়ি জুড়ে যদি মেরামতির কাজ হয়, তাহলে শাহরুখের পক্ষে সেই বাড়িতে থাকা অসম্ভব। সেই কারণেই শাহরুখ খান পালি হিলসে ৪ তলা একটি বাড়ি ভাড়া করেছেন। সেই বাড়ির ভাড়া নাকি ২৪ লাখ টাকা। প্রযোজক জ্যাকি ভাগনানি বাবা বাসু ভাগনানির তৈরি এই বাড়িতেই আপাতত থাকছেন শাহরুখ খান, গৌরী খান ও তাঁদের ৩ সন্তান আরিয়ান, আব্রাম ও সুহানা।