ভারতে একটি মন্দিরের দেয়াল ধসে ৮ জন মারা গেছেন। আজ বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সিংহচলমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে এ দুর্ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভক্তরা শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপার মন্দিরের একটি দেয়াল ভেঙে পড়ে। এতে ৮ জন মারা গেছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন।
মন্দিরটিতে বার্ষিক চন্দনোৎসবম উৎসব চলছিল। ভক্তরা দেবতার ‘নিজরূপ’ দর্শনের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে দেয়ালটি ধসে পড়ে।
দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) স্থানীয় কর্মকর্তাদের সাথে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।
ঘটনার পরপরই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি অনিতা ঘটনাস্থলে ছুটে যান। তিনি সাংবাদিকদের বলেন, গত রাতে প্রবল বৃষ্টির কারণে দেয়ালটি ভিজে গিয়েছিল। ভক্তদের চাপের কারণে এক সময় দেয়ালটি ধসে পড়ে।
অনিতা ছাড়াও বিশাখাপত্তনমের জেলা কালেক্টর হরেন্ধীর প্রসাদ এবং পুলিশ কমিশনার শঙ্খ ব্রত বাগচীও উদ্ধার তৎপরতা তদারকি করতে মন্দিরে গেছেন।
হরেন্ধীর প্রসাদ বলেন, ‘মৃতদের মধ্যে তিনজন নালী রয়েছেন। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। হতাহতদের স্থানীয় কিং জর্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’
রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন। দেয়াল ধসের ঘটনা তদন্তের জন্য মুখ্যমন্ত্রী তিন সদস্যের একটি সরকারী কমিটিও গঠন করেছেন।
প্রতি বছর চন্দনোৎসবের সময় দেবতা শ্রী বরাহ লক্ষ্মী নৃসিংহ স্বামী তাঁর আসল রূপে (নিজারোপা) ভক্তদের কাছে প্রকাশিত হন। এই বিরল দর্শনের জন্য হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই সিংহচলমে জড়ো হয়েছিলেন।