আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে পিএসজি

- আপডেট সময় : ১১:২৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগের চতুর্থ মিনিটে দেম্বেলের গোলের পর গোলপোস্টের নিচে বীরত্ব দেখিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। আর্সেনালের পাঁচ–পাঁচটি গোলের সুযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি।
শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী দেম্বেলের গোল আর ইউরোজয়ী দোন্নারুম্মার অসাধারণ সেভগুলোই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। তাতে আর্সেনালকে তাদেরই মাঠে ১–০ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পথে এগিয়ে গেছে পিএসজি।
আগামী বুধবার নিজেদের মাঠ প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফিরতি লেগে হার এড়ালেই পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে পিএসজি।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল যে দাপট দেখিয়েছিল, এর ছিটেফোঁটাও এদিন দেখা যায়নি। বলের দখল, শট নেয়া, পাস বাড়ানোর সংখ্যা, নিখুঁতভাবে বল বাড়ানো—সবকিছুতেই গানারদের চেয়ে এগিয়ে ছিল প্যারিসিয়ানরা। জমাট রক্ষণভাগ দেখেই বোঝা যাচ্ছিল, মিকেল আরতেতার দলকে রুখতে সব রকম ‘হোম ওয়ার্ক’ করে এসেছে লুইস এনরিকের দল।
দেম্বেলের জয়সূচক গোলের কৃতিত্বটা ‘জর্জিয়ান ম্যারাডোনা’ খিচা কাভারাস্কেইয়ার। বাঁ দিক থেকে আক্রমণে উঠে বক্সে ঢুকে পড়েন কাভারাস্কেইয়া। এরপর আর্সেনালের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে খুঁজে নেন দেম্বেলেকে। ফরাসি এই ফরোয়ার্ড বল রিসিভ না করেই বাঁ পায়ে শট নেন। সেটাই আর্সেনাল গোলকিপার দাভিদ রায়াকে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে। ১–০ স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লাইমলাইটে ডেকলান রাইস। এবার অবশ্য ফ্রি কিক থেকে সরাসরি গোল করে নয়; গোল করিয়ে অবদান রাখার সুযোগ পেয়েছিলেন। রাইসের সেট পিস থেকে হেডে পিএসজির জালে বল পাঠিয়েছিলেন মিকেল মেরিনো। দল সমতা ফিরিয়েছে ভেবে এমিরেটস স্টেডিয়ামে তখন আনন্দের জোয়াড়।
কিন্তু সেমি–অটোমেটেড প্রযুক্তি যাচাই করে জানিয়ে দেয়, বলে হেড করার আগে মেরিনো অফসাইডে ছিলেন, তাই গোলটাও বাতিল। সমতায় ফিরতে এরপরও কয়েকটি জোরালো আক্রমণ শানিয়েছেন লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা। কিন্তু দোন্নারুম্মা একাই একশ হয়ে গেলে কিছুই করা থাকে না।
আর্সেনালের বরং কপাল ভালো যে আরও গোল খায়নি। দেম্বেলের বদলি নামা ব্রাডলি বারকোলা ৮৩ মিনিটে রায়াকে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন। মিনিট দুয়েক বাদে আরেক বদলি গনসালো রামোস শট নেন বার বরাবর।
এই সুযোগ দুটির অন্তত একটি কাজে লাগাতে পারলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যেত পিএসজি। তবে লন্ডনে পাওয়া জয়ের স্বাদ নিয়ে প্যারিসে ফিরতে পারাই বা কম কী!