নিষিদ্ধ হলেন দুই রিয়াল মাদ্রিদ তারকা

- আপডেট সময় : ১১:৩২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে

কোপা দেল রে’র ফাইনালে রেফারির সঙ্গে অশোভন আচরণের জন্য কঠোর শাস্তি পেলেন রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার এবং স্প্যানিশ ডিফেন্ডার লুকাস ভাসকেজ। রেফারির দিকে বরফের টুকরো ছুড়ে মারার দায়ে রুডিগারকে ছয় ম্যাচের জন্য এবং ভাসকেজকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। মঙ্গলবার (২৯ এপ্রিল) এই শাস্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
শনিবার (২৬ এপ্রিল) বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে একটি ফাউলের সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়ায়। সেই সময় বদলি হিসেবে ডাগআউটে থাকা রুডিগার ও লুকাস ভাসকেজ রেফারির সিদ্ধান্তে ক্ষিপ্ত রুডিগার রেফারির দিকে তেড়ে যান এবং সতীর্থ ও কোচিং স্টাফদের বাধা সত্ত্বেও ডাগআউট থেকে একটি বরফের টুকরো রেফারির দিকে ছুড়ে মারেন, যদিও সেটি রেফারির গায়ে লাগেনি। তবে তাদের এই তীব্র প্রতিক্রিয়া দুজনকেই সরাসরি লাল কার্ড দেখানো হয়।
ম্যাচ রেফারি রিকার্দো দে বুর্গোস তার প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ করেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন রুডিগারের ওপর এই দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা আরোপ করে। রুডিগার তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করলেও শাস্তি এড়াতে পারেননি।
এই নিষেধাজ্ঞার ফলে চলতি লা লিগা মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে আর কোনো ম্যাচ খেলতে পারবেন না রুডিগার। এমনকি আগামী মৌসুমের প্রথম ম্যাচেও তিনি নিষিদ্ধ থাকবেন। অবশ্য,চোটের কারণে সম্প্রতি অস্ত্রোপচার করানো রুডিগারের এই মৌসুমে মাঠে ফেরার সম্ভাবনা আগে থেকেই ক্ষীণ ছিল এবং জুনে ক্লাব বিশ্বকাপে তার অংশগ্রহণও অনিশ্চিত।
এদিকে,একই ঘটনায় লাল কার্ড দেখা অপর খেলোয়াড় লুকাস ভাসকেজকেও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে,যা তাকে আগামী মৌসুমের কোপা দেল রে’তে ভোগ করতে হবে। তবে,ম্যাচে লাল কার্ড দেখা আরেক রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যামের শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে দাখিল করা ভিডিও প্রমাণ পর্যালোচনা করে তার লাল কার্ডটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।