ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সারাদেশে পালিত হচ্ছে মে দিবস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে সারাদেশে পালন করা হচ্ছে মহান মে দিবস। শ্রম অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও কর্মসূচি পালন করা হয়। সভা-সমাবেশের ব্যানার-ফেস্টুনে তুলে ধরা হয় শ্রমবান্ধব কর্মপরিবেশের দাবি।

মহান মে দিবস কিংবা আন্তর্জাতিক শ্রমিক দিবস যে নামের ডাকা হোক না কেন, দিনটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের।

দিবসটি উপলক্ষে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। আজ (বৃহস্পতিবার, ১ মে) সকালে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অংশ নেয় রেল, বন্দর, হাসপাতাল, পরিবহনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক-কর্মচারীরা। সমাবেশে নেতারা বলেন, বিগত সরকার ও তার অনুসারীরা অনেক শ্রমিককে হত্যা করেছে। এ ছাড়া চাকুরিচ্যুতসহ ভিন্ন মতের হওয়ায় মামলা, জেল, জুলুম ও হয়রানির স্বীকার হয়েছেন অনেক শ্রমিক।

বরিশালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রমদপ্তর ও শ্রমকল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র‌্যালি ও সমাবেশ করেছে। উপস্থিত সবাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নানা কর্মসূচির মধ্যদিয়ে বগুড়ায় পালিত হচ্ছে মে দিবস। সকালে জেলা মটর শ্রমিক ইউনিয়ন শহরের হর্কাস মার্কেট থেকে বনার্ঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সংগঠনের র‌্যালি ও আলোচনা সভায় শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি বক্তারা।

মে দিবস উদযাপনে ময়মনসিংহে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রমদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর র‌্যালি বের করে। এতে অংশ নেয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন শ্রমিক, স্বেচ্ছাসেবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে নগরীর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটেও মে দিবসে নানা কর্মসূচি ছিল বিভিন্ন সংগঠনের। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ব্যতিক্রমী গণসংগীত মিছিলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।

এ ছাড়া যশোর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে পালিত হচ্ছে মে দিবস

আপডেট সময় : ০৪:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে সারাদেশে পালন করা হচ্ছে মহান মে দিবস। শ্রম অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও কর্মসূচি পালন করা হয়। সভা-সমাবেশের ব্যানার-ফেস্টুনে তুলে ধরা হয় শ্রমবান্ধব কর্মপরিবেশের দাবি।

মহান মে দিবস কিংবা আন্তর্জাতিক শ্রমিক দিবস যে নামের ডাকা হোক না কেন, দিনটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের।

দিবসটি উপলক্ষে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। আজ (বৃহস্পতিবার, ১ মে) সকালে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অংশ নেয় রেল, বন্দর, হাসপাতাল, পরিবহনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক-কর্মচারীরা। সমাবেশে নেতারা বলেন, বিগত সরকার ও তার অনুসারীরা অনেক শ্রমিককে হত্যা করেছে। এ ছাড়া চাকুরিচ্যুতসহ ভিন্ন মতের হওয়ায় মামলা, জেল, জুলুম ও হয়রানির স্বীকার হয়েছেন অনেক শ্রমিক।

বরিশালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রমদপ্তর ও শ্রমকল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র‌্যালি ও সমাবেশ করেছে। উপস্থিত সবাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নানা কর্মসূচির মধ্যদিয়ে বগুড়ায় পালিত হচ্ছে মে দিবস। সকালে জেলা মটর শ্রমিক ইউনিয়ন শহরের হর্কাস মার্কেট থেকে বনার্ঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সংগঠনের র‌্যালি ও আলোচনা সভায় শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি বক্তারা।

মে দিবস উদযাপনে ময়মনসিংহে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রমদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর র‌্যালি বের করে। এতে অংশ নেয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন শ্রমিক, স্বেচ্ছাসেবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে নগরীর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটেও মে দিবসে নানা কর্মসূচি ছিল বিভিন্ন সংগঠনের। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ব্যতিক্রমী গণসংগীত মিছিলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।

এ ছাড়া যশোর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।