মানসিক অবসাদে ভুগছেন অভিনেত্রী জ্যোতি

- আপডেট সময় : ১১:৩৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে

শিক্ষার্থী ও সাধারণ মানুষের তোপের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর ধীরে ধীরে আওয়ামী সরকারের বিভিন্ন অপকর্ম প্রকাশ্যে আসতে থাকে। এমনকি আওয়ামী সরকারের শাসনামলে যেসব অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী দলটির হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছেন, সেসবও প্রকাশ্যে আসতে থাকে।
শেখ হাসিনার পতনের পর অভিনয়শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ জানাজানি হলে বিপাকে পড়েন অনেক অভিনয়শিল্পী। তাদের একজন ছোটপর্দার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আওয়ামী লীগের দলীয় পদেও ছিলেন। এ কারণেই সরকার পতনের পর কোণঠাসা হয়ে পড়েন তিনি।
এবার এ অভিনেত্রীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলা হয়েছে। এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টায় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ পর্যন্ত আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষের গায়ে হাত তুলিনি। আমার আদর্শের বাইরে, ভিন্নমতের কিংবা আমার শত্রুকেও আমি শারীরিক আঘাত করার কথা ভাবতেও পারি না।’
তিনি লিখেছেন, ‘আমি কোনো পোকা, পিঁপড়া এদের মারি না। কখনো মশা মারি না, যারা আমার কাছের তারা জানেন। রাস্তাঘাটে ক্লান্ত, ক্ষুধার্ত প্রাণী দেখলে সাধ্যমত খাবার, পানি, আদর করে দেই। আমার ব্যাগে রাখা পানির বোতল থেকে পানি হাতে নিয়ে রাস্তার কুকুরদের খাওয়েছি অনেকবার। এর কারণ আমার ভীষণ মায়া হয়। মানুষ অনেক কিছু পারলেও প্রাণ সৃষ্টি করতে পারে না। প্রকৃতির প্রতিটা প্রাণ তাই আমার কাছে পূজনীয়।’
‘আমি কোনো মারামারি, পেটানো, খুন, প্রাণী নির্যাতন, হত্যা―এসব ঘটনা বা ঘটনার ভিডিও দেখলে আমার এমন অনুভূতি হয় যে, আমি অপ্রকৃতিস্থ হয়ে যাই। এগুলো মনে গেঁথে থাকে, আমি ডিপ্রেশনে ভুগতে থাকি।’
এ অভিনেত্রী লিখেছেন, ‘এই আমাকেই কিনা একের পর এক হত্যা মামলার আসামি করা হচ্ছ। যাদের আমি চিনি না, জীবনে নাম শুনিনি, তারা বাদী। মামলাগুলো এমনই মিথ্যা যে, মানুষ শুনেই হেসে দেয়। কিন্তু এই হাসি-তামাশার মামলাগুলো আমাকে বিষাদগ্রস্ত করে দিচ্ছে। কোনো ভয়-ভীতি নয়, আমাকে মানসিকভাবে যন্ত্রণার মধ্যে ফেলছে। যে যন্ত্রণা আমাকে মানুষের থেকে, কাজের থেকে, স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরিয়ে এক বিষাদভরা জগতে নিয়ে যাচ্ছে। এসব মিথ্যা অপবাদ সামাজিক মাধ্যমে এক শ্রেণির মানুষের প্রতিহিংসার প্রকাশ-গালিগালাজ, নোংরামি,আমার জীবনীশক্তি শেষ করে দিচ্ছে।’
সবশেষ জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘আসলে আমার অপরাধ কী, কেন আমাকে এ রকম বিশ্রী সিচুয়েশন পার করতে হচ্ছে? আমার এই ক্ষতিপূরণ কে দেবে? এসব হেনস্থা, নিপীড়নের মানে কী?’
এর আগে গত ২৯ এপ্রিল জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টার ঘটনায় কয়েকজন শিল্পীদের নামে মামলা করা হয়েছে। তাদেরই একজন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।