মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে: শ্রম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

শ্রমিকদের নূন্যতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থে রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে র্যালির আয়োজনে যোগ দিয়ে তিনি এসব জানান। এসময় তিনি বলেন, ‘মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে।’
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন উপদেষ্টা। তিনি জানান, আইএলও’তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেওয়ার আশঙ্কার কথা জানান তিনি।