ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১ মিলিয়ন ফলোয়ার না হওয়ায় কন্টেন্ট ক্রিয়েটরের আত্নহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনলাইন দুনিয়ায়। গত ২৪ এপ্রিল মিশার মৃত্যু হয়। পরদিন, ২৫ এপ্রিল, তার পরিবার মৃত্যুর খবর প্রকাশ করলেও, মৃত্যুর কারণ নিয়ে তখন কিছু জানানো হয়নি। অবশেষে বুধবার এক বিবৃতিতে পরিবার জানায়, আত্মহত্যা করেছেন মিশা।

পরিবারের মতে, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মিশা। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ারের লক্ষ্যে পৌঁছাতে পারছিলেন না, বরং ফলোয়ার সংখ্যা কমতে শুরু করে। এই বিষয়টি তাকে প্রবল মানসিক চাপে ফেলে দেয়।

ইনস্টাগ্রামে প্রায় সাড়ে তিন লাখ ফলোয়ার ছিল মিশার। তিনি মূলত কমেডি ভিডিও তৈরির জন্য পরিচিত ছিলেন এবং তার কনটেন্ট ধীরে ধীরে জনপ্রিয়তাও পাচ্ছিল। তবে হঠাৎ করে ফলোয়ার সংখ্যা কমে যাওয়ায় ভেঙে পড়েন তিনি।

মিশার বাবা-মা এক যৌথ বিবৃতিতে জানান, ইনস্টাগ্রাম ছিল আমাদের মেয়ের জীবনের কেন্দ্রবিন্দু। সে প্রতিদিন অপেক্ষা করত, কবে ১ মিলিয়ন ফলোয়ার হবে। কিন্তু হঠাৎ করেই ফলোয়ার সংখ্যা কমে যেতে থাকে। আমরা দেখি, মেয়ে ধীরে ধীরে চুপচাপ হয়ে যাচ্ছে। একদিন সে কান্নাকাটি করে বলেছিল, ‘আমার ফলোয়ার কমে যাচ্ছে। এবার বুঝি ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’

এই মর্মান্তিক ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে তরুণ প্রজন্মের মধ্যে সোশ্যাল মিডিয়ার চাপ ও মানসিক স্বাস্থ্য নিয়ে

নিউজটি শেয়ার করুন

১ মিলিয়ন ফলোয়ার না হওয়ায় কন্টেন্ট ক্রিয়েটরের আত্নহত্যা

আপডেট সময় : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনলাইন দুনিয়ায়। গত ২৪ এপ্রিল মিশার মৃত্যু হয়। পরদিন, ২৫ এপ্রিল, তার পরিবার মৃত্যুর খবর প্রকাশ করলেও, মৃত্যুর কারণ নিয়ে তখন কিছু জানানো হয়নি। অবশেষে বুধবার এক বিবৃতিতে পরিবার জানায়, আত্মহত্যা করেছেন মিশা।

পরিবারের মতে, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মিশা। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ারের লক্ষ্যে পৌঁছাতে পারছিলেন না, বরং ফলোয়ার সংখ্যা কমতে শুরু করে। এই বিষয়টি তাকে প্রবল মানসিক চাপে ফেলে দেয়।

ইনস্টাগ্রামে প্রায় সাড়ে তিন লাখ ফলোয়ার ছিল মিশার। তিনি মূলত কমেডি ভিডিও তৈরির জন্য পরিচিত ছিলেন এবং তার কনটেন্ট ধীরে ধীরে জনপ্রিয়তাও পাচ্ছিল। তবে হঠাৎ করে ফলোয়ার সংখ্যা কমে যাওয়ায় ভেঙে পড়েন তিনি।

মিশার বাবা-মা এক যৌথ বিবৃতিতে জানান, ইনস্টাগ্রাম ছিল আমাদের মেয়ের জীবনের কেন্দ্রবিন্দু। সে প্রতিদিন অপেক্ষা করত, কবে ১ মিলিয়ন ফলোয়ার হবে। কিন্তু হঠাৎ করেই ফলোয়ার সংখ্যা কমে যেতে থাকে। আমরা দেখি, মেয়ে ধীরে ধীরে চুপচাপ হয়ে যাচ্ছে। একদিন সে কান্নাকাটি করে বলেছিল, ‘আমার ফলোয়ার কমে যাচ্ছে। এবার বুঝি ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’

এই মর্মান্তিক ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে তরুণ প্রজন্মের মধ্যে সোশ্যাল মিডিয়ার চাপ ও মানসিক স্বাস্থ্য নিয়ে