ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আর এক পা-ও আগাবেন না: করিডোর প্রসঙ্গে নুর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারসহ কোনো সরকারকেই নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবোতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাখাইনের জন্য মানবিক করিডোর প্রসঙ্গে নুর বলেন, ‘কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে মানবিক করিডোরের আলোচনা চলছে। সরকারকে বলব, ওইখানেই ফুলস্টপ দেন, আর এক পাও আগাবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও যা ইচ্ছে তাই করবেন এমনটা আমরা মেনে নেব না।’

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবির বিষয়ে নুর বলেন, ‘অনতিবিলম্বে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগসহ এই গণহত্যার সহযোগী অন্যান্য অঙ্গসংগঠনের মাফিয়া লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে। কোনো কোনো উপদেষ্টার মধ্যে আমরা আপোষকামী মনোভাব লক্ষ্য করছি। তারা রিফাইন আওয়ামী লীগ এখানে আনতে চাচ্ছে। তাদের বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না।’

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা উপস্থিত ছিলেন ঢাকা জেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। এ ছাড়া বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকেরা উপস্থিত ছিলেন এই সমাবেশে।

নিউজটি শেয়ার করুন

আর এক পা-ও আগাবেন না: করিডোর প্রসঙ্গে নুর

আপডেট সময় : ০৯:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারসহ কোনো সরকারকেই নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবোতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাখাইনের জন্য মানবিক করিডোর প্রসঙ্গে নুর বলেন, ‘কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে মানবিক করিডোরের আলোচনা চলছে। সরকারকে বলব, ওইখানেই ফুলস্টপ দেন, আর এক পাও আগাবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও যা ইচ্ছে তাই করবেন এমনটা আমরা মেনে নেব না।’

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবির বিষয়ে নুর বলেন, ‘অনতিবিলম্বে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগসহ এই গণহত্যার সহযোগী অন্যান্য অঙ্গসংগঠনের মাফিয়া লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে। কোনো কোনো উপদেষ্টার মধ্যে আমরা আপোষকামী মনোভাব লক্ষ্য করছি। তারা রিফাইন আওয়ামী লীগ এখানে আনতে চাচ্ছে। তাদের বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না।’

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা উপস্থিত ছিলেন ঢাকা জেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। এ ছাড়া বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকেরা উপস্থিত ছিলেন এই সমাবেশে।