ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে বার্সা-ইন্টারের ড্র

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) অলিম্পিক স্টেডিয়ামে ৫০ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই দেখিয়েছে দুর্দান্ত লড়াই।

ম্যাচের শুরুতেই মাত্র ৩০ সেকেন্ডে ব্যাক হিল গোল করে ইতিহাস গড়েন ইন্টারের মার্কাস থুরাম। ২১ মিনিটে ডেঞ্জেল ডামপ্রিস ওভারহেড কিকে ব্যবধান বাড়ান ২-০ তে। তবে বার্সেলোনা ঘুরে দাঁড়ায় লামিনে ইয়ামাল ও ফেরান তরেসের গোলে। ইয়ামাল গড়েন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড (১৭ বছর ২৯১ দিন), পেছনে ফেলেন এমবাপ্পেকে।

দ্বিতীয়ার্ধে ডামপ্রিস ফের ইন্টারের পক্ষে গোল করলেও বার্সা দ্রুত সমতায় ফেরে। রাফিনিয়ার শটে বল সোমারের পিঠে লেগে জালে ঢুকে নিশ্চিত হয় ৩-৩ স্কোর। রাফিনিয়া এ ম্যাচে মেসির এক মৌসুমে ২০ গোল অবদানের রেকর্ড স্পর্শ করেন।

শেষ পর্যন্ত এই সমতাতেই শেষ হয় নব্বই মিনিটের গোল। ফাইনালিস্ট নির্ধারণ হবে আগামী সপ্তাহে সান সিরোয় দ্বিতীয় লেগে।

নিউজটি শেয়ার করুন

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে বার্সা-ইন্টারের ড্র

আপডেট সময় : ১১:৪০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) অলিম্পিক স্টেডিয়ামে ৫০ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই দেখিয়েছে দুর্দান্ত লড়াই।

ম্যাচের শুরুতেই মাত্র ৩০ সেকেন্ডে ব্যাক হিল গোল করে ইতিহাস গড়েন ইন্টারের মার্কাস থুরাম। ২১ মিনিটে ডেঞ্জেল ডামপ্রিস ওভারহেড কিকে ব্যবধান বাড়ান ২-০ তে। তবে বার্সেলোনা ঘুরে দাঁড়ায় লামিনে ইয়ামাল ও ফেরান তরেসের গোলে। ইয়ামাল গড়েন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড (১৭ বছর ২৯১ দিন), পেছনে ফেলেন এমবাপ্পেকে।

দ্বিতীয়ার্ধে ডামপ্রিস ফের ইন্টারের পক্ষে গোল করলেও বার্সা দ্রুত সমতায় ফেরে। রাফিনিয়ার শটে বল সোমারের পিঠে লেগে জালে ঢুকে নিশ্চিত হয় ৩-৩ স্কোর। রাফিনিয়া এ ম্যাচে মেসির এক মৌসুমে ২০ গোল অবদানের রেকর্ড স্পর্শ করেন।

শেষ পর্যন্ত এই সমতাতেই শেষ হয় নব্বই মিনিটের গোল। ফাইনালিস্ট নির্ধারণ হবে আগামী সপ্তাহে সান সিরোয় দ্বিতীয় লেগে।