মক্কায় শামিল হয়েছেন ১১ হাজার বাংলাদেশি

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

হজ যাত্রায় দুপুর ১২টা পর্যন্ত ২৭ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১১ হাজার ৬০ জন যাত্রী। এর মধ্যে মক্কা পৌঁছেছেন ৯ হাজার ৫৪৯ জন। তবে টিকিট পেলেও এখনও ভিসা জটিলতায় আটকে গেছে ২৩ জনের হজ যাত্রা। ভিসা পাননি ১৬ হাজার ২৬১ জন।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে এসব জানিয়েছেন হজ পরিচালক লোকমান হোসেন। তিনি জানান, ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে সৌদি দূতাবাসে যোগাযোগ করেছে বাংলাদেশ। দ্রুত এ সংকট কেটে যাবে বলে জানান তিনি।
তবে সৌদি ভিসা অনলাইন প্ল্যাটফর্ম নুসুক সচল থাকলেও অন্যান্য দিনের তুলনায় বাংলাদেশিরা কম ভিসা পেয়েছে। আল্লাহর ঘরের মেহমান হয়ে যারা মক্কায় যাচ্ছেন, রোড টু মক্কায় দুই দেশের ইমিগ্রেশন হওয়ায় এবং ভোগান্তি কমায় সন্তুষ্টি জানান মুসল্লিরা। এসময় তারা সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া চাইবেন বলেও ব্যক্ত করেন।