ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্রীলঙ্কাদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরের দুই ম্যাচে জিতে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার যুবারা। বুধবার (৩০ এপ্রিল) কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএসের হিসাবে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে লাল-সবুজের জার্সিধারীরা।

এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের মাঝপথে ম্যাচটি পড়ে বৃষ্টির খপ্পরে। ২৮ ওভারে নেমে আসা ম্যাচে ইয়াং টাইগাররা তোলে ২ উইকেটে ১৪৪ রান। ডিএলএসের হিসাবে শ্রীলঙ্কার যুবাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮ ওভারে ১৯৮ রানের। কিন্তু ২২ ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ৩৯ রানে জয় পায় সফরকারীরা।

এদিন ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ৮৪ বলে ৬৭ এবং রিজান হোসেন ৩৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।

স্বাগতিকরা রান তাড়ায় ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে স্বাগতিকেরা। যা আর কাটিয়ে উঠতে পারেননি পরের ব্যাটসম্যানেরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত ছিলেন গামাগে। আর রামিরুর ব্যাট থেকে আসে ২১ রান। বাংলাদেশ যুবাদের অধিনায়ক আজিজুল বল হাতে ১৭ রান খরচায় নেন ২ উইকেট। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন পেসার আল ফাহাদ।

এর আগে সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সিরিজের চতুর্থ যুব ওয়ানডে ৩ মে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৮ ওভারে ১৪৪/২ (আজিজুল ৬৭*, জাওয়াদ ৩৮, রিজান ২৪*; নিদুওয়ারা ১/৪৩)।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ২২ ওভারে ১২০/৭ (গামাগে ৩২*, রামিরু ২১; ফাহাদ ২/১৭, আজিজুল ২/১৭)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী (ডিএলএস)।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কাদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরের দুই ম্যাচে জিতে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার যুবারা। বুধবার (৩০ এপ্রিল) কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএসের হিসাবে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে লাল-সবুজের জার্সিধারীরা।

এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের মাঝপথে ম্যাচটি পড়ে বৃষ্টির খপ্পরে। ২৮ ওভারে নেমে আসা ম্যাচে ইয়াং টাইগাররা তোলে ২ উইকেটে ১৪৪ রান। ডিএলএসের হিসাবে শ্রীলঙ্কার যুবাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮ ওভারে ১৯৮ রানের। কিন্তু ২২ ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ৩৯ রানে জয় পায় সফরকারীরা।

এদিন ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ৮৪ বলে ৬৭ এবং রিজান হোসেন ৩৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।

স্বাগতিকরা রান তাড়ায় ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে স্বাগতিকেরা। যা আর কাটিয়ে উঠতে পারেননি পরের ব্যাটসম্যানেরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত ছিলেন গামাগে। আর রামিরুর ব্যাট থেকে আসে ২১ রান। বাংলাদেশ যুবাদের অধিনায়ক আজিজুল বল হাতে ১৭ রান খরচায় নেন ২ উইকেট। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন পেসার আল ফাহাদ।

এর আগে সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সিরিজের চতুর্থ যুব ওয়ানডে ৩ মে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৮ ওভারে ১৪৪/২ (আজিজুল ৬৭*, জাওয়াদ ৩৮, রিজান ২৪*; নিদুওয়ারা ১/৪৩)।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ২২ ওভারে ১২০/৭ (গামাগে ৩২*, রামিরু ২১; ফাহাদ ২/১৭, আজিজুল ২/১৭)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী (ডিএলএস)।