আনচেলত্তিকে পাওয়ার চেষ্টায় এবার সময় বেঁধে দিলো ব্রাজিল

- আপডেট সময় : ১১:৪১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিতে চায় দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই ইতালিয়ান এই কোচকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এক পর্যায়ে মৌখিকভাবে সব কিছু ঠিক হলেও রিয়াল মাদ্রিদের চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন আনচেলত্তি।
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আনচেলত্তি এই মুহূর্তে ক্লাব ছাড়লে কোনো অর্থ বা এক্সিট ফি দেয়া হবে না। ফলে রিয়াল মাদ্রিদে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ এই কোচের পক্ষে আর্থিক ক্ষতির ঝুঁকি নিয়ে পদত্যাগ করাও কঠিন।
তবে ব্রাজিল হাল ছাড়েনি। তারা আনচেলত্তির জন্য নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। ইএসপিএনের খবর অনুযায়ী, সিবিএফ আগামী ২৬ মে’র মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায়, কারণ জুনেই বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে তারা। রিয়াল মাদ্রিদ ২৪ বা ২৫ মে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার শেষ ম্যাচ খেলবে। এর আগেই এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল (১১ মে), যা শিরোপার লড়াই নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে। গোলডটকম
আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নিতে আগ্রহী হলেও রিয়াল ছাড়ার সম্ভাব্য ক্ষতি তাকে আটকে রেখেছে। একাধিক সূত্র জানিয়েছে, আনচেলত্তি নিজে পদত্যাগ করলে রিয়াল কোনো ক্ষতিপূরণ দেবে না, বরং সে দায়িত্ব ব্রাজিলকেই নিতে হতে পারে। এমনকি রিয়াল কোচের বর্তমান চুক্তির অর্থের একটি অংশ ব্রাজিলের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলবে বলেও জানা গেছে।
তবে বিকল্প ভাবনায়ও রয়েছে ব্রাজিল। আনচেলত্তির সম্ভাব্য না এলে বিকল্প হিসেবে আল-হিলালের জর্জ জেসুস এবং পালমেইরাসের আবেল পেরেইরার সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সিবিএফ।