ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কারিশমা কাপুরের গ্রীষ্মের সাজে নান্দনিকতার ছোঁয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রীষ্ম মানেই হালকা পোশাক, উজ্জ্বল রঙ আর স্বচ্ছন্দ সাজ। আর সেই সাজকেই দারুণভাবে ফুটিয়ে তুললেন কারিশমা কাপুর। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে দেখা গেল তাঁকে একেবারে আলাদা এক লুকে। সবুজ হাতে বোনা পোশাকে, যা ডিজাইন করেছেন ডিজাইনার লেবেল আনাভিলা।

‘সামার ভাইবস’ নাম দিয়ে ইনস্টাগ্রামে নিজের লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কখনো হলুদ ট্যাক্সির পাশে দাঁড়িয়ে, কখনো বা হাতে সবুজ জুসের গ্লাস। সবই করছেন পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে।

লেমন লিফ জ্যাকেট
উজ্জ্বল সবুজ রঙের এই জ্যাকেটটি তৈরি হয়েছে হাতে বোনা সিল্ক সাটিনে। গায়ে ফুলের প্যাটার্নে কুইল্টিং। ক্লাসিক এ-লাইন কাটের এই পোশাকটি আধুনিক কোটের আদলে বানানো। পরতেও যেমন আরামদায়ক, দেখতেও ঝকঝকে।

জিঙ্কি শার্ট
হাতে বোনা খাদি সিল্কের এই শার্টটি যেন ফুলের বাগান নিজের মধ্যে ধরে রেখেছে। জলরঙে আঁকা ফুলের নকশা যুক্ত এই শার্ট গ্রীষ্মের দিনে হালকা পরার জন্য আদর্শ।

লেমন লিফ স্কার্ট
জ্যাকেটের সঙ্গে মানানসই এই স্কার্টটিও একই কাপড়ে তৈরি। বলুন স্টাইলের হালকা ফোলানো কাট স্কার্টটিকে দিয়েছে এক আধুনিক ছোঁয়া। পোশাকের প্রতিটি অংশই আলাদাভাবে স্টাইল করা যায়। যেমন স্কার্টের সঙ্গে ওভারসাইজ সাদা শার্ট বা ক্রপ টপ। শার্টটি পরা যায় টেইপার্ড প্যান্টের সঙ্গেও। আর জ্যাকেটটি আপনি পরে নিতে পারেন সাদা জাম্পস্যুটের ওপর।

কেমন জুয়েলারি
অ্যাকসেসরিজে ছিল ‘ট্রাইব আম্রাপালি’-এর জুয়েলারি। দুল আর হাত ভর্তি স্ট্যাকেবল ব্রেসলেট। সব মিলিয়ে এক ঝলমলে গ্রীষ্মের সাজ। কারিশমা কাপুর যেন প্রমাণ করে দিলেন, চিরাচরিত স্টাইল আর গ্রীষ্মের হালকা ভাব একসঙ্গে মিলিয়েও তৈরি করা যায়। খুব সহজেই কারিশমা তৈরি করলেন নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট।

নিউজটি শেয়ার করুন

কারিশমা কাপুরের গ্রীষ্মের সাজে নান্দনিকতার ছোঁয়া

আপডেট সময় : ১১:০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

গ্রীষ্ম মানেই হালকা পোশাক, উজ্জ্বল রঙ আর স্বচ্ছন্দ সাজ। আর সেই সাজকেই দারুণভাবে ফুটিয়ে তুললেন কারিশমা কাপুর। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে দেখা গেল তাঁকে একেবারে আলাদা এক লুকে। সবুজ হাতে বোনা পোশাকে, যা ডিজাইন করেছেন ডিজাইনার লেবেল আনাভিলা।

‘সামার ভাইবস’ নাম দিয়ে ইনস্টাগ্রামে নিজের লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কখনো হলুদ ট্যাক্সির পাশে দাঁড়িয়ে, কখনো বা হাতে সবুজ জুসের গ্লাস। সবই করছেন পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে।

লেমন লিফ জ্যাকেট
উজ্জ্বল সবুজ রঙের এই জ্যাকেটটি তৈরি হয়েছে হাতে বোনা সিল্ক সাটিনে। গায়ে ফুলের প্যাটার্নে কুইল্টিং। ক্লাসিক এ-লাইন কাটের এই পোশাকটি আধুনিক কোটের আদলে বানানো। পরতেও যেমন আরামদায়ক, দেখতেও ঝকঝকে।

জিঙ্কি শার্ট
হাতে বোনা খাদি সিল্কের এই শার্টটি যেন ফুলের বাগান নিজের মধ্যে ধরে রেখেছে। জলরঙে আঁকা ফুলের নকশা যুক্ত এই শার্ট গ্রীষ্মের দিনে হালকা পরার জন্য আদর্শ।

লেমন লিফ স্কার্ট
জ্যাকেটের সঙ্গে মানানসই এই স্কার্টটিও একই কাপড়ে তৈরি। বলুন স্টাইলের হালকা ফোলানো কাট স্কার্টটিকে দিয়েছে এক আধুনিক ছোঁয়া। পোশাকের প্রতিটি অংশই আলাদাভাবে স্টাইল করা যায়। যেমন স্কার্টের সঙ্গে ওভারসাইজ সাদা শার্ট বা ক্রপ টপ। শার্টটি পরা যায় টেইপার্ড প্যান্টের সঙ্গেও। আর জ্যাকেটটি আপনি পরে নিতে পারেন সাদা জাম্পস্যুটের ওপর।

কেমন জুয়েলারি
অ্যাকসেসরিজে ছিল ‘ট্রাইব আম্রাপালি’-এর জুয়েলারি। দুল আর হাত ভর্তি স্ট্যাকেবল ব্রেসলেট। সব মিলিয়ে এক ঝলমলে গ্রীষ্মের সাজ। কারিশমা কাপুর যেন প্রমাণ করে দিলেন, চিরাচরিত স্টাইল আর গ্রীষ্মের হালকা ভাব একসঙ্গে মিলিয়েও তৈরি করা যায়। খুব সহজেই কারিশমা তৈরি করলেন নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট।