ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কাশ্মীর নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আলাপের পর এবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হলো মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

রাজনাথ সিংয়ের দপ্তর থেকে এক পোস্টে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার সকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং জম্মু ও কাশ্মীরের পেহেলগামে কাপুরুষোচিত জঙ্গি হামলায় নিরীহ নাগরিকদের দুঃখজনক মৃত্যুর জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।

পিট হেগসেথ বলেছেন, আমেরিকা ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের দৃঢ় সমর্থন আছে।

এরআগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং জম্মু ও কাশ্মীরের পেহেলোমে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে আলোচনা করেন।

পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর এরই মধ্যে ভারত–পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। উত্তেজনা চলছে সীমান্তে। হামলার পেছনে পাকিস্তান-ভিত্তিক গোষ্ঠীগুলোকে দায়ী করেছে ভারত। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করে আসছে।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

আপডেট সময় : ১২:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আলাপের পর এবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হলো মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

রাজনাথ সিংয়ের দপ্তর থেকে এক পোস্টে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার সকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং জম্মু ও কাশ্মীরের পেহেলগামে কাপুরুষোচিত জঙ্গি হামলায় নিরীহ নাগরিকদের দুঃখজনক মৃত্যুর জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।

পিট হেগসেথ বলেছেন, আমেরিকা ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের দৃঢ় সমর্থন আছে।

এরআগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং জম্মু ও কাশ্মীরের পেহেলোমে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে আলোচনা করেন।

পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর এরই মধ্যে ভারত–পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। উত্তেজনা চলছে সীমান্তে। হামলার পেছনে পাকিস্তান-ভিত্তিক গোষ্ঠীগুলোকে দায়ী করেছে ভারত। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করে আসছে।