চলতি সপ্তাহেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ (শুক্রবার, ২ মে) সকালে শেরেবাংলা নগরে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া পাঠ শেষে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের নেপথ্য শক্তি শ্রমিকরা, শ্রমিকদের উন্নয়নে তাদের জাগরণ প্রয়োজন।’ এ সময় খালেদা জিয়া দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশে ফেরার সময়সূচি আজকের মধ্যে প্রকাশ করা হবে। তার সঙ্গে দেশে ফিরতে পারেন জোবাইয়া রহমান।’
উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া।
বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।