ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, একই পরিবারের ৪ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৩:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। সেখানে গাছের ডাল পড়ে তিন শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) দিল্লিতে এরইমধ্যে দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দিল্লির ঝড়-বৃষ্টির কারণে ৪০টিরও বেশি ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং প্রায় ১০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ঝড়ের কারণে দ্বারকা এলাকায় একটি বাড়ির উপর গাছ ভেঙে পড়ে। বাড়ির একাংশ ভেঙে এক নারী ও তাঁর তিন শিশুর মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে লাজপত নগর, আর কে পুরম এবং দ্বারকার মতো এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় জলাবদ্ধতা দেখা গেছে।
আইএমডি বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে, গাছের নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলতে এবং ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করতে পরামর্শ দিয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আগামী তিন দিন বৃষ্টি, বজ্রপাত এবং দমকা বাতাস থাকবে বলে জানানো হয়েছে।