সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার (১ মে) রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার সকালে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু ফের সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, দ্রুজরা সিরিয়ায় বসবাসরত একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী, যাদের বিশ্বাস ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত। সিরিয়ার পাশাপাশি লেবানন ও ইসরায়েলেও এই সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে।
দ্রুজদের রক্ষার অজুহাতে ইসরায়েল সিরিয়ায় পরপর দ্বিতীয় দিন হামলা চালাল। এর আগের দিন, বুধবার, দামেস্কের উপকণ্ঠে আরেকটি হামলা চালানো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলা সিরিয়ার বর্তমান ইসলামপন্থী শাসকগোষ্ঠীর প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসেরই প্রতিফলন। উল্লেখ্য, সিরিয়ার ক্ষমতায় আসা এই সুন্নি মতাদর্শ অনুসরণকারী সরকার গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে সরিয়ে ক্ষমতায় আসে।
এই পরিস্থিতি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ তিনি বর্তমানে বিভক্ত ও অস্থিতিশীল দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, 'বৃহস্পতিবার রাতে আমাদের বাহিনী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।'
তিনি আরও বলেন, 'এটি সিরিয়ার নতুন শাসকদের জন্য একটি পরিষ্কার বার্তা—দক্ষিণ দামেস্কে সিরীয় বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের প্রতি হুমকি কোনোভাবেই মেনে নেয়া হবে না।'