পাকিস্তানের আগে আমিরাতের সঙ্গে লড়বে বাংলাদেশ

- আপডেট সময় : ০৩:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২১ মে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ- দুদিন আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল নাজমুল হোসেন শান্তদের। আজ সে সিরিজের সফরসূচি ঘোষণা করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।
আমিরাত বোর্ডের বিবৃতির বরাত দিয়ে বিসিবি জানিয়েছে, আগামী ১৭ ও ১৯ মে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। আর ম্যাচ শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯ টায়।
টি-টোয়েন্টিতে আমিরাত অবশ্য বাংলাদেশের নিয়মিত প্রতিপক্ষ নয়। এর আগে আমিরাতের বিপক্ষে মোটে ৩টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে সবগুলোতে জিতেছে বাংলাদেশ।
মধ্যপ্রাচের দেশটির বিপক্ষে বাংলাদেশ প্রথমবার টি-টোয়েন্টি খেলে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। মিরপুরে এশিয়ার কাপের ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫১ রানে।
এরপর ২০২২ সালে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আমিরাত গিয়েছিল বাংলাদেশ। আড়াই বছর আগের ওই সফরে দুবাইয়ে হওয়া ম্যাচ দুটিতে বাংলাদেশ জিতেছিল যথাক্রমে ৭ ও ৩২ রানে।