ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফ্যাশনে ফিরেছে স্কিনি জিন্স, তবে নতুন রূপে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক সময়ের তুমুল জনপ্রিয় পোশাক স্কিনি জিন্স আবার ফিরে এসেছে ফ্যাশনের মঞ্চে। তবে আগের মতো নয়, এবার এসেছে একেবারে নতুন রূপে। ফ্যাশনবোদ্ধারা বলছেন, এবারকার স্কিনি জিন্স অনেক বেশি আরামদায়ক এবং স্টাইলিশ।

স্কিনি জিন্স নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, নতুন প্রজন্মের কাছে এই ট্রেন্ড আবার আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে প্যারিস, মিলান থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত সব ফ্যাশন উইকেই দেখা যাচ্ছে নতুনভাবে ডিজাইন করা স্কিনি প্যান্ট।

ফ্যাশন বিশ্লেষকরা বলছেন, স্কিনি জিন্স এবার ফিরে এসেছে ওয়াই-টু-কে স্টাইল নিয়ে। মানে, ২০০০ সালের শুরুর দিকের সেই কম কোমরের জিনসের সঙ্গে ছোট ক্রপ টপ বা ঢিলেঢালা টি-শার্টের যুগে আমরা আবার ফিরে যাচ্ছি।

তবে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাচ্ছন্দ্য আর ব্যক্তিগত স্টাইলকে। কেউ কেউ ওভারসাইজ জামা বা সোয়েটারের সঙ্গে স্কিনি জিন্স পরছেন। আবার কেউ পয়েন্টেড হিল জুতা কিংবা স্নিকার্সে সাজাচ্ছেন নিজেকে।

আগে যেখানে একটানা নীল বা কালো রঙের স্কিনি জিন্সই বেশি চলত। এখন দেখা যাচ্ছে মনোক্রোম লুকের ঝোঁক। কালো জিন্সের সঙ্গে কালো টপ, কিংবা সাদা-সাদা লুক। এই ধারা তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জেন-জিদের মধ্যে।

ফ্যাশন হাউসগুলোও এখন স্কিনি প্যান্টে যুক্ত করছে স্ট্রেচ ফেব্রিক। এছাড়াও রয়েছে নরম ডেনিম ও নানান কাটের জিন্স। যা পরতেও বেশ আরামদায়ক। সেই সাথে বিভিন্ন বডি টাইপে মানিয়ে যায়।

ফ্যাশন ডিজাইনাররা বলছেন, ট্রেন্ড মানে এখন শুধু অনুসরণ নয়। বরং নিজেকে প্রকাশ করার একটি মাধ্যম। তাই স্কিনি জিন্স হোক কিংবা অন্য কিছু, সবকিছুতেই নিজের ছাপ রাখাটাই সবচেয়ে জরুরি। কারও জন্য এটা হতে পারে ব্লেজারের সঙ্গে জুড়ি। কারও জন্য ঢিলেঢালা টপের সঙ্গে ম্যাচ করে পরা।

তাই নিজেকে এগিয়ে রাখতে অনুসরণ বা অনুকরণ নয়, নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। আর এই জিন্স তাদের জন্যই পারফেক্ট, যারা নিজস্ব স্টাইল করতে পটু।

এই গরমে চাইলে আপনি একটি স্কিনি জিন্স সংগ্রহে রাখতে পারেন। সময় ও জায়গা বুঝে সঠিকভাবে ম্যাচ করলে এটি হতে পারে আপনার অন্যতম প্রিয় ফ্যাশন আইটেম।

নিউজটি শেয়ার করুন

ফ্যাশনে ফিরেছে স্কিনি জিন্স, তবে নতুন রূপে

আপডেট সময় : ১১:০০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

এক সময়ের তুমুল জনপ্রিয় পোশাক স্কিনি জিন্স আবার ফিরে এসেছে ফ্যাশনের মঞ্চে। তবে আগের মতো নয়, এবার এসেছে একেবারে নতুন রূপে। ফ্যাশনবোদ্ধারা বলছেন, এবারকার স্কিনি জিন্স অনেক বেশি আরামদায়ক এবং স্টাইলিশ।

স্কিনি জিন্স নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, নতুন প্রজন্মের কাছে এই ট্রেন্ড আবার আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে প্যারিস, মিলান থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত সব ফ্যাশন উইকেই দেখা যাচ্ছে নতুনভাবে ডিজাইন করা স্কিনি প্যান্ট।

ফ্যাশন বিশ্লেষকরা বলছেন, স্কিনি জিন্স এবার ফিরে এসেছে ওয়াই-টু-কে স্টাইল নিয়ে। মানে, ২০০০ সালের শুরুর দিকের সেই কম কোমরের জিনসের সঙ্গে ছোট ক্রপ টপ বা ঢিলেঢালা টি-শার্টের যুগে আমরা আবার ফিরে যাচ্ছি।

তবে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাচ্ছন্দ্য আর ব্যক্তিগত স্টাইলকে। কেউ কেউ ওভারসাইজ জামা বা সোয়েটারের সঙ্গে স্কিনি জিন্স পরছেন। আবার কেউ পয়েন্টেড হিল জুতা কিংবা স্নিকার্সে সাজাচ্ছেন নিজেকে।

আগে যেখানে একটানা নীল বা কালো রঙের স্কিনি জিন্সই বেশি চলত। এখন দেখা যাচ্ছে মনোক্রোম লুকের ঝোঁক। কালো জিন্সের সঙ্গে কালো টপ, কিংবা সাদা-সাদা লুক। এই ধারা তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জেন-জিদের মধ্যে।

ফ্যাশন হাউসগুলোও এখন স্কিনি প্যান্টে যুক্ত করছে স্ট্রেচ ফেব্রিক। এছাড়াও রয়েছে নরম ডেনিম ও নানান কাটের জিন্স। যা পরতেও বেশ আরামদায়ক। সেই সাথে বিভিন্ন বডি টাইপে মানিয়ে যায়।

ফ্যাশন ডিজাইনাররা বলছেন, ট্রেন্ড মানে এখন শুধু অনুসরণ নয়। বরং নিজেকে প্রকাশ করার একটি মাধ্যম। তাই স্কিনি জিন্স হোক কিংবা অন্য কিছু, সবকিছুতেই নিজের ছাপ রাখাটাই সবচেয়ে জরুরি। কারও জন্য এটা হতে পারে ব্লেজারের সঙ্গে জুড়ি। কারও জন্য ঢিলেঢালা টপের সঙ্গে ম্যাচ করে পরা।

তাই নিজেকে এগিয়ে রাখতে অনুসরণ বা অনুকরণ নয়, নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। আর এই জিন্স তাদের জন্যই পারফেক্ট, যারা নিজস্ব স্টাইল করতে পটু।

এই গরমে চাইলে আপনি একটি স্কিনি জিন্স সংগ্রহে রাখতে পারেন। সময় ও জায়গা বুঝে সঠিকভাবে ম্যাচ করলে এটি হতে পারে আপনার অন্যতম প্রিয় ফ্যাশন আইটেম।