শুরু হচ্ছে জাতীয় ভলিবল দলের ক্যাম্প, বাড়বে ব্যস্ততা

- আপডেট সময় : ০৩:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

চলতি মাস থেকেই শুরু হচ্ছে জাতীয় ভলিবল দলের ক্যাম্প। আন্তর্জাতিক সফরের ব্যস্ততা শুরু হবে এ মাস থেকেই। ভলিবল খেলাকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক সোহেল রানা। এদিকে নতুন কমিটির কাছে প্রত্যাশার কথাও তুলে ধরেন খেলোয়াড়রা।
দেশের ক্রীড়াঙ্গনে ভলিবল কোর্টে এমন উত্তেজনা আর উল্লাসময় চিত্র কালে-ভদ্রে দেখা মিলে। প্রতিপক্ষের খেলোয়াড়দের হারিয়ে পয়েন্ট জয়ের এমন উচ্ছ্বাস সাহস যোগায় নতুন করে স্বপ্ন দেখার।
কারণ জাতীয় দলের ক্যাম্পতো দূরে থাক আন্তর্জাতিক প্রতিযোগিতাই যেন খেলোয়াড়দের কাছে সোনার হরিণ। বিগত সময়ের ফেডারেশন কর্তাদের আমলে অনেকটা অলস সময়ই কেটেছে খেলোয়াড়দের।
সবশেষ ২০২৩ সালে অক্টোবরে শ্রীলঙ্কা সফর করে ভলিবলের খেলোয়াড়রা। তবে দেশের পটপরিবর্তনের পর নবগঠিত এডহক কমিটি বেশ তৎপর। কোর্টে খেলা ফেরাতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে তারা। প্রস্তুতি নিচ্ছে মে মাসে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় নেশন্স লিগ ভলিবল টুর্নামেন্টে অংশ নেয়ার।
খেলোয়াড়দের মধ্যে একজন বলেন, ‘গত চার-পাঁচ বছরে দু’একবার ভলিবল টুর্নামেন্ট হয়েছে। বিজয় দিবস, স্বাধীনতা দিবসে ঠিকমতো কন্টিনিউ করতে পারেনি। ফলে খেলোয়াড়রা খেলায় ব্যস্ত সময় পার করে না। আর এভাবে তো খেলোয়াড়দের ডেভেলপমেন্ট হয় না।’
নতুন এই কমিটি শুধু আশার বাণী নয়, কোর্টে খেলোয়াড়দের স্বপ্ন পূরণে দেশব্যাপী আয়োজন করতে চায় বিভিন্ন টুর্নামেন্ট।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক সোহেল রানা বলেন, ‘দুই মাস হলো আমাদের নতুন কমিটি এসেছে, এটা আমাদের দ্বিতীয় টুর্নামেন্ট। আগামী ৬ তারিখ থেকে আমাদের আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা। আমরা নারী ভলিবলকেও একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসতে চাই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। খেলোয়াড়দেরও খেলার মধ্যে রেখে স্যাটিসফাইড রাখছি। ইনশাআল্লাহ এখান থেকে নতুন-পুরাতন মিলিয়ে আমরা খুব দ্রুত জাতীয় দলের অনুশীলন শুরু করবো।’
১৮ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছে ফেডারেশন।