পতাকা বৈঠকের মাধ্যমে নাগরিক হস্তান্তর বিজিবি-বিএসএফের

- আপডেট সময় : ১১:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে

প্রায় ৯ ঘন্টা পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিক হস্তান্তর করা হয়েছে। আজ (শুক্রবার, ২ মে) দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে রাত প্রায় ৯টার দিকে এ হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম।
হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম বলেন, সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। রাতে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করে উভয় দেশের নাগরিকদের স্ব-স্ব বাহিনীর কাছে হস্তান্তর করে নিষ্পত্তি করা হয়েছে।
এর আগে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার বেলা ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে গ্রামবাসী। তাদের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছিল বলে জানা যায়।
এর আগে, এ বছরের ২৪ জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী।