অস্ট্রেলিয়ায় লেবার পার্টির জয়, আবারও প্রধানমন্ত্রী আলবানিজ

- আপডেট সময় : ১১:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জয় পেয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। ফলে আবারও দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি আলবানিজ। বিরোধী লিবারেল-ন্যাশনাল জোটের নেতা পিটার ডাটন এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অস্ট্রেলিয়ায় আজ শনিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তুমুল জয় পেয়েছে লেবার পার্টি। আর এর মধ্য দিয়ে দুই দশকের মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বার জয়ের স্বাদ পেলেন আলবানিজ।
জয় দাবি করে সমর্থকদের উদ্দেশে আলবানিজ বলেন, ‘আজ অস্ট্রেলিয়ার জনগণ অস্ট্রেলিয়ান মূল্যবোধের পক্ষে ভোট দিয়েছে। আমরা আমাদের পরিচয় ও এই দেশে একসঙ্গে গড়ে তোলা সব কিছুর নিয়ে গর্ব অনুভব করি।’
বিরোধীদলীয় নেতা পিটার ডাটন ডিকসনে তাঁর নিজের আসনে পরাজিত হয়েছেন। পরাজয় মেনে নিয়ে ডাটন বলেন, ‘নির্বাচনী প্রচারে আমরা ভালো করিনি। আমি এই পরাজয়ের দায় নিচ্ছি।’
অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, লিবারেল–ন্যাশনাল জোটের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে লেবার পার্টি।
এদিকে সিডনিতে লেবার পার্টির সমর্থকেরা তাদের নেতা আলবানিজের জয়ে উল্লাসে ফেটে পড়ছেন। আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছেন তারা।