ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলো ছাড় দেবে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণঅভ্যুত্থানে যে ঐকমত্য হয়েছে, জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক দলগুলো ছাড় দেবে বলে প্রত্যাশার কথার জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

আজ (শনিবার, ৩ মে) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে এ কথা বলেন তিনি।

এসময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। সংস্কার প্রস্তাবের ১১২ টিতে একমত, ২৬ টিতে একমত নই। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে আমরা একমত।’

ড. আলী রীয়াজ বলেন, ‘আপনারা জানেন ঐকমত্য কমিশনকে ৬ মাসের একটা সময় বেধে দেয়া হয়েছে যেন আমরা সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করতে পারি। আমরা সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা পেয়েছি। আমরা চাই এই ছয় মাসের মধ্যেই যেন আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি।’

তিনি বলেন, ‘দলগুলোর সাথে আমাদের আলোচনা হচ্ছে। আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল-জোট তাদের অবস্থান থেকে কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন।’

নিউজটি শেয়ার করুন

‘জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলো ছাড় দেবে’

আপডেট সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণঅভ্যুত্থানে যে ঐকমত্য হয়েছে, জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক দলগুলো ছাড় দেবে বলে প্রত্যাশার কথার জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

আজ (শনিবার, ৩ মে) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে এ কথা বলেন তিনি।

এসময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। সংস্কার প্রস্তাবের ১১২ টিতে একমত, ২৬ টিতে একমত নই। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে আমরা একমত।’

ড. আলী রীয়াজ বলেন, ‘আপনারা জানেন ঐকমত্য কমিশনকে ৬ মাসের একটা সময় বেধে দেয়া হয়েছে যেন আমরা সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করতে পারি। আমরা সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা পেয়েছি। আমরা চাই এই ছয় মাসের মধ্যেই যেন আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি।’

তিনি বলেন, ‘দলগুলোর সাথে আমাদের আলোচনা হচ্ছে। আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল-জোট তাদের অবস্থান থেকে কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন।’