ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মে মাসের শেষ দিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। এই একমাত্র টেস্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২ মে) ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পূর্ণশক্তির দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা।

দলে জায়গা পেয়েছেন কয়েকজন উদীয়মান ক্রিকেটারও। অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের তালিকায় আছেন দুইজন। এসেক্সের পেসার স্যাম কুক ও উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স।

কুক ইংল্যান্ড লায়ন্স ও কাউন্টি ক্রিকেটে দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন নির্বাচকদের। কাউন্টিতে তার ঝুলিতে আছে ১৯.৭৭ গড়ে ৩১৮টি উইকেট। অস্ট্রেলিয়া ‘এ’-র বিপক্ষে তিন ম্যাচে নিয়েছেন ১৩টি উইকেট।

জর্ডান কক্স আগেও ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন, কিন্তু চোটের কারণে অভিষেক হয়নি। এবার আবারও সুযোগ পেয়েছেন তিনি। অন্যদিকে, প্রায় এক বছর পর দলে ফিরেছেন জশ টাং। ২০২৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে শেষবার মাঠে নামা এই পেসার চলমান কাউন্টিতে নিয়েছেন ১৪টি উইকেট।

ইংল্যান্ড-জিম্বাবুয়ের একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৫ মে, নটিংহামের ট্রেন্ট ব্রিজে।

ইংল্যান্ড স্কোয়াড
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), জর্ডান কক্স (উইকেটকিপার), স্যাম কুক, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, ম্যাথিউ পটস ও জশ টাং।

নিউজটি শেয়ার করুন

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা ইংল্যান্ডের

আপডেট সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

চলতি মে মাসের শেষ দিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। এই একমাত্র টেস্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২ মে) ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পূর্ণশক্তির দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা।

দলে জায়গা পেয়েছেন কয়েকজন উদীয়মান ক্রিকেটারও। অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের তালিকায় আছেন দুইজন। এসেক্সের পেসার স্যাম কুক ও উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স।

কুক ইংল্যান্ড লায়ন্স ও কাউন্টি ক্রিকেটে দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন নির্বাচকদের। কাউন্টিতে তার ঝুলিতে আছে ১৯.৭৭ গড়ে ৩১৮টি উইকেট। অস্ট্রেলিয়া ‘এ’-র বিপক্ষে তিন ম্যাচে নিয়েছেন ১৩টি উইকেট।

জর্ডান কক্স আগেও ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন, কিন্তু চোটের কারণে অভিষেক হয়নি। এবার আবারও সুযোগ পেয়েছেন তিনি। অন্যদিকে, প্রায় এক বছর পর দলে ফিরেছেন জশ টাং। ২০২৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে শেষবার মাঠে নামা এই পেসার চলমান কাউন্টিতে নিয়েছেন ১৪টি উইকেট।

ইংল্যান্ড-জিম্বাবুয়ের একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৫ মে, নটিংহামের ট্রেন্ট ব্রিজে।

ইংল্যান্ড স্কোয়াড
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), জর্ডান কক্স (উইকেটকিপার), স্যাম কুক, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, ম্যাথিউ পটস ও জশ টাং।