ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি

- আপডেট সময় : ০১:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় ৫ বছর পর ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশ্য বাকিংহাম প্যালেস থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও। পারিবারিক নানা সংকটে ২০২০ সালে স্ত্রী মেগানকে নিয়ে রাজ পরিবার ছেড়েছিলেন প্রিন্স হ্যারি।
একদেশে সুখে শান্তিতে বাস করতো রাজা -রানী। তাদের ছিল দুই রাজপুত্র। এক ঝড় এসে সবকিছু উলোট পালট করে দেয় তাদের জীবনে। ভেঙ্গে যায় সুখের সংসার।
গল্পের রাজা-রানীর নয়; বরং ব্রিটিশ রাজপরিবারেই ঘটেছে এ ঘটনা। রাজা-তৃতীয় চার্লস ও প্রিন্সেস ডায়নার পরিবারের উত্থান-পতন যেন রূপকথার গল্পকেও হার মানায়।
প্রিন্সেস ডায়নার অকাল মৃত্যুতে বিষণ্ণতায় ভোগেন তাদের দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। বিশেষ করে তাদের ছোট ছেলে প্রিন্স হ্যারি কোনভাবেই রাজ পরিবারে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না। রাজ পরিবারের একঘেয়েমি আনুষ্ঠানিকতায় তিনি ছিলেন বিরক্ত।
২০১৮ সালে মার্কিন নাগরিক মেগানকে বিয়ে করার পর রাজপরিবারের সঙ্গে হ্যারির দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। গুঞ্জন উঠে বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের সঙ্গে সম্পর্কের তিক্ততা তৈরি হয় হ্যারি-মেগান পরিবারের। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয় তাদের। যা এই দম্পতির বড্ড অপছন্দের বিষয় ছিলো। এছাড়া ব্রিটিশ পরিবারের বাইরে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চেয়েছেন তারা।
এক পর্যায়ে ২০২০ সালে তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কোন ধরনের পরামর্শ ছাড়াই রাজপরিবার ছাড়ার ঘোষণা দেন হ্যারি। সপরিবারে চলে যান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তার এ ঘোষণায় অনেকটা স্তব্ধ হয়ে যায় ব্রিটিশ রাজপরিবারের অন্যান্য সদস্যরা।
দীর্ঘ ৫ বছর পর এবার রাজপরিবারে ফেরার ঘোষণা দিলেন প্রিন্স হ্যারি। শুক্রবার বিবিসিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত জানান তিনি।
যুক্তরাজ্যে পুলিশি নিরাপত্তা সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পর এ ঘোষণা দেন হ্যারি। জানান, স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে থাকতে চান। সেসময় যুক্তরাজ্যের প্রতি তার দেশপ্রেমের কথাও তুলে ধরেন।
যদিও তার বাবা রাজা তৃতীয় চার্লস নিরাপত্তাজনিত কারণে তার সঙ্গে কথা বলবেন না বলেও সংশয় প্রকাশ করেন প্রিন্স হ্যারি।
হ্যারির রাজপরিবারে ফিরে আসার ঘোষণাটি বাকিংহাম প্যালেস কীভাবে নেবে তাই এখন দেখার বিষয়। সব ভুলে নতুন করে সুখে শান্তিতে বাস করবেন রাজ পরিবারের সদস্যরা নাকি তৈরি হবে নতুন কোনো সংকট।