আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক প্রকাশিত মেয়েদের টি-টোয়েন্টি দলের বার্ষিক হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক ব্যর্থতার কারণে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। তাদের টপকে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড।
শুক্রবার (২ মে) আইসিসির প্রকাশিত মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে বার্ষিক হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর ৫০ শতাংশ এবং এরপর থেকে খেলা ম্যাচগুলোর শতভাগ পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ে বাংলাদেশ নারী দল ৯টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, যার মধ্যে মাত্র একটিতে (পাকিস্তানের বিপক্ষে) জয় পেয়েছে এবং একটি (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ড্র করেছে। বাকি ৭টি সিরিজেই পরাজয় বরণ করতে হয়েছে তাদের।
বিশেষ করে, গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে আইরিশদের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া এবং পরবর্তীতে চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও একই ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়ার মতো ঘটনাগুলো র্যাঙ্কিংয়ে এই অবনমনের পেছনে বড় ভূমিকা রেখেছে। যদিও মাসখানেক আগেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ, তবে টি-টোয়েন্টি ফরম্যাটে জ্যোতির দলের অধারাবাহিকতা ও দুর্বলতা স্পষ্ট।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান—তাদের নিজ নিজ অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের অবনমনের ফলে আয়ারল্যান্ড উঠে এসেছে নবম স্থানে। শীর্ষ পনেরোর বাকি দলগুলো হলো যথাক্রমে থাইল্যান্ড (১১), স্কটল্যান্ড (১২), পাপুয়া নিউগিনি (১৩), জিম্বাবুয়ে (১৪) ও নেদারল্যান্ডস (১৫)।
এদিকে, এই র্যাঙ্কিং হালনাগাদের সাথে সাথে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ওয়ানডে স্ট্যাটাসের ক্ষেত্রে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১৬তম স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত নতুন করে ওয়ানডে স্ট্যাটাস লাভ করেছে। থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডসের পাশাপাশি সহযোগী দেশ হিসেবে তারা এই মর্যাদা পেল। আরব আমিরাতকে জায়গা করে দিতে ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে যুক্তরাষ্ট্র।