রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের শিকার সবাইকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।
এ সময় কিছু অপ্রয়োজনীয় কমিশন গঠন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকার দেশের অর্থ ও সময় অপচয় করেছেন বলেও অভিযোগ করেন মাহমুদুর রহমান।
এদিকে, মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান জানান জৈনপুরের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী। সেইসঙ্গে ব্লাসফেমি আইন পাশের দাবি জানান তিনি।
এনায়েত উল্লাহ বলেন, ‘বিতর্কিত নারী কমিশন করে আমাদের নজর ফিরিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কি না সেটাও দেখতে হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শাপলা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এ সময় শহীদদের নাম প্রকাশে তাদের পরিবারকে সহযোগিতার আহ্বান জানান হাসনাত।